চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

মাধ্যমিক পাশে VLE পদে নিয়োগ, প্রতি মাসে বেতন ১০ হাজার

রাজ্যে ব্লক অফিসে আবারও নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন। যে পদে নিয়োগ করা হবে তার নাম হলো Village Level Entrepreneur বা VLE. এম.ডি বাজার ডেভলপমেন্ট ব্লকের অধীনে গানপুর গ্রাম পঞ্চায়েতে এই কর্মী নিয়োগে করা হবে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।

রাজ্যে ১০ হাজার শূন্যপদে গ্রূপ-সি ও গ্রূপ- ডি কর্মী নিয়োগ- ক্লিক করুন

পদের নাম- Village Level Entrepreneur বা VLE
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন -এ ৬ মাসের ট্রেনিং।
বয়স- ০১/০৬/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ১০,০০০ টাকা।

ভারতীয় রেলে টিকিট সেলার নিয়োগ- ক্লিক করুন

[quads id=10]

আবেদন পদ্ধতি- আবেদনপত্র পূরণ করতে হবে। সঙ্গে প্রার্থীর সই করা বর্তমান পাসপোর্ট সাইজ ফটো, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশীট, EPIC, আধার কার্ড, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট দিতে হবে। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ০২/০৭/২০২১।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- “Programme Officer & Block Development Officer,Md. Bazar Dev. Block,Vill- Patelnagar,P.O- Md. Bazar (T. S),Dist- Birbhum, PIN- 731132

Official Notification

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ