আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ২০২৩। সারা রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নেওয়া হচ্ছে পরীক্ষা। এদিকে সম্প্রতি বহু সংখ্যক গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হওয়ায় মাধ্যমিকে সমস্যার মুখে পড়েছে রাজ্যের বিভিন্ন স্কুল। তাই এবার গ্রুপ ডি স্টাফের ঘাটতি পূরণে আলাদা করে ভাড়া করা গ্রুপ ডি কর্মীরা থাকছেন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে।
সম্প্রতি বেআইনিভাবে নিয়োগ পাওয়ার অভিযোগে ১৯১১ জন গ্রুপ ডি প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতির নির্দেশ মেনে সংশ্লিষ্ট প্রার্থীদের সুপারিশপত্র বাতিল করে স্কুল সার্ভিস কমিশন। এদিকে মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে গ্রুপ ডি কর্মীদের। ফলে মাধ্যমিক শুরুর আগেই এত সংখ্যক প্রার্থীর চাকরি বাতিল হওয়ায় চিন্তার বাতাবরণ সৃষ্টি হয়। অনেক জায়গায় দেখা যায় গ্রুপ ডি কর্মীদের কাজ করতে হচ্ছে স্কুলের শিক্ষক, শিক্ষিকাদেরই। অতএব এহেন পরিস্থিতির প্রতিকারে ডিআইদের নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতর।
চাকরির খবরঃ নবম, দশম শ্রেণীর সিলেবাসে বদল?
সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষায় এবার বহু স্কুলে অন্যান্য বিভাগের অস্থায়ী কর্মীদের গ্রুপ ডি কর্মীর জায়গায় ভাড়া নেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব সামলানোর জন্যও আনা হয়েছে ভাড়া করা কর্মীদের। এই সকল কর্মীদের জন্য আলাদা পারিশ্রমিকের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষায় পরিস্থিতি সামাল দিতে এহেন বিকল্প ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।