কেন্দ্রীয় সরকারের কর্মী বিনিয়োগ, জন অভিযোগ ও পেনশন মন্ত্রক (মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভেন্সেস’ অ্যান্ড পেনশন) -এর অন্তর্গত ‘ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স’-এর পক্ষ থেকে সারাদেশের ছাত্রছাত্রীদের জন্য চালু করা হলো বিশেষ ইন্টার্নশিপ।
সম্প্রতি একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের জুন মাস থেকেই শুরু হয়ে যাবে এই কার্যক্রম। প্রথম শিক্ষানবিশি কার্যক্রমের জন্য মোট ২২ জন স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের বাছাই করা হবে। সারাবছরই চলবে এই বিশেষ কার্যক্রম।
আরও পড়ুনঃ কম খরচে পাইথন ও অ্যানিমেশন কোর্স
আবেদনকারীদের যোগ্যতা:
১. যেসকল পড়ুয়া বিজ্ঞান, আইন অথবা কারিগরি বিদ্যা (ইঞ্জিনিয়ারিং) -র শাখায় স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছেন বা বর্তমানে করছেন, তারা এই কার্যক্রমে যুক্ত হতে পারবেন।
২. আবেদনকারীদের আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনুমোদনপত্র পেশ করতে হবে।
৩. এমনকি যেসকল ভারতীয় পড়ুয়ারা বিদেশে পাঠরত তারাও এই শিক্ষানবিশি কার্যক্রমের জন্য আবেদন জানাতে পারবেন।
৪. আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
আট সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত চলবে এই কার্যক্রম। শিক্ষানবিশিরা বিশিষ্টজনদের তত্ত্বাবধানে দেশের সুশাসন পদ্ধতি সংক্রান্ত মোট ১২ টি বিষয়ে প্রশিক্ষণ পাবেন।
মাসিক ১০ হাজার করে স্টাইপেন্ড এর পাশাপশি থাকবে হাতে কলমে কাজের সুযোগও। আবেদনকারীরা প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্সের অনলাইন পোর্টালে আবেদন জানাতে পারবেন।