Madhyamik 2023: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড়ো পরীক্ষা হিসেবে চিহ্নিত এই মাধ্যমিক যেমন গুরুত্বপূর্ণ, তেমনই উচ্চমাধ্যমিক পরীক্ষাও বিশেষ গুরুত্ব রাখে পরিক্ষার্থীদের কাছে। সাধারণত প্রতিবছর অংশগ্রহণের বিচারে উচ্চমাধ্যমিক পরীক্ষার চেয়ে মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকে। তবে এবার কার্যত উলটো চিত্র নজরে আসছে।
ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্যের প্রায় ২৮৬৪ টি পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হবে মাধ্যমিক। পরীক্ষায় নজরদারির দায়িত্বে থাকবেন প্রায় ৪০ হাজার পরীক্ষক। সূত্রের খবর, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন। যার মধ্যে ছাত্র সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন ও ছাত্রী সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। অন্যদিকে, এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা সংখ্যা প্রায় সাড়ে আট লক্ষ। যা মাধ্যমিক পরীক্ষার চেয়ে অন্তত দেড় লক্ষ বেশি। সূত্রের খবর, আগের বছর যেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ১০ লক্ষ ৫৮ হাজার ৭৭৫ জন সেখানে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা যে কমেছে তা বলাই বাহুল্য।
Madhyamik Suggestion 2023 PDF: Download Now
উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন 2023 PDF: Download Now
তবে কেন কমছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা? এহেন ঘটনার জন্য বিশেষজ্ঞরা মুলত কোভিড পরিস্থিতিকে দায়ী করেছেন। তাঁদের বক্তব্য, সে সময় বহু শিক্ষার্থীই মাধ্যমিকের আগে পড়াশোনা ছেড়ে দেন। ফলে দশম শ্রেণীতে পড়ুয়া সংখ্যাও কমেছে। কোভিড পরিস্থিতির বছরে মাধ্যমিকে অনুত্তীর্ণের সংখ্যা অনেক কম থাকায় এবছর ‘রিপিট’ পরীক্ষার্থীর সংখ্যাও কম। এছাড়া প্রজেক্ট ওয়ার্ক থাকার দরুন পাশের হারও বেড়েছে। মুলত এই সকল কারণবশত চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা কম থাকার ঘটনাকে দায়ী করা হচ্ছে।