পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোথায় কোথায় নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সমস্ত তথ্য জানতে নিচে দেখুন আজকের এই বিস্তারিত প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- পিয়ন (গ্রূপ-ডি)
মোট শূন্যপদ- ৮ টি। (UR- ৩ টি, SC- ২ টি, OBC- ২ টি, EWS- ১ টি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ইংরেজি পড়া ও লেখায় প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। SC/ ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের বয়সে ছাড় পাবেন।
বেতন- প্রতি মাসে ১৪,৫০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।
চাকরির খবরঃ কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদেরকে অফলাইনে আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্রটি পূরণ করে উল্লিখিত ঠিকানায় রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে। হাতে করে কিংবা সাধারণ ডাক মাধ্যম বা ব্যক্তিগত কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র গ্রাহ্য করা হবে না। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি গুলো যোগ করে তা একটি মুখ বন্ধ খামে ভরে খামের উপরে বড় বড় করে লিখতে হবে- ‘পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাব অর্ডিনেট ক্যাডারে পিয়ন পদের জন্য দরখাস্ত। ক্যাটাগরি _______’ (UR/ SC/ ST/ OBC/ EWS)।
পাশাপাশি আবেদনপত্রের ওপরের অংশের ডানদিকে সেল্ফ অ্যাটেস্টেড করা একটি ছবি আটকে দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) বয়সের প্রমাণপত্র।
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৩) স্কুল লিভিং সার্টিফিকেট।
৪) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৫) প্যান কার্ড।
৬) আধার কার্ড।
৭) ভোটার কার্ড।
৮) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড।
৯) সম্প্রতি তোলা চারটি পাসপোর্ট মাপের ছবি।
১০) ক্যারেক্টার সার্টিফিকেট।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে রাজ্যের পোস্ট অফিসে চাকরি
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- সার্কেল হেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, মুর্শিদাবাদ সার্কেল অফিস, ২৬/১১, শহীদ সূর্য সেন রোড, পোস্ট অফিস- বহরমপুর, জেলা- মুর্শিদাবাদ, পিন- ৭৪২১০১
নির্বাচন পদ্ধতি- প্রার্থীর বয়স ও শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে প্রার্থী নির্বাচিত করা হবে।
নিয়োগের স্থান- পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সার্কেলের অন্তর্গত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২০/০৫/২০২২ বিকেল ৫ টার মধ্যে।