এক নজরে
নবান্ন স্কলারশিপ 2024: পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ সরকারি একটি স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ। সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পশ্চিমবঙ্গের মেধাবী অথচ দুস্থ ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়। যে সমস্ত পড়ুয়ারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই নবান্ন স্কলারশিপ 2024 -এ আবেদন জানাতে পারবেন। এই স্কলারশিপে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য ১০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়।
নবান্ন স্কলারশিপ 2024
নবান্ন স্কলারশিপ 2024 (Nabanna Scholarship) | |
স্কলারশিপের নাম | নবান্ন স্কলারশিপ 2024 বা উত্তরকন্যা স্কলারশিপ |
প্রদানকারী দপ্তর | পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল |
টাকার পরিমান | ১০,০০০/- |
হেল্পলাইন নম্বর | (০৩৩)২২১৪ ১৯০২ বা (০৩৩)২২৫৩ ৫২৭৮ |
আবেদন পদ্ধতি | অফলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | www.wbcmo.gov.in |
নবান্ন স্কলারশিপ 2024 আবেদন যোগ্যতা
◆ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম ৬৫% নম্বর থাকতে হবে।
◆ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের আবেদনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম ৬০% নম্বর থাকতে হবে।
◆ স্নাতক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের আবেদনের ক্ষেত্রে স্নাতক পরীক্ষায় নূন্যতম ৫৫% নম্বর থাকতে হবে।
◆ আবেদনের জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীর পরিবারের বাৎসরিক আয় ৬০ হাজার টাকার কম হতে হবে।
◆ আবেদনকারীকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
◆ পূর্বে যে কোনো সরকারি স্কলারশিপে আবেদনকারীরা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন না।
নবান্ন স্কলারশিপ 2024 প্রয়োজনীয় ডকুমেন্টস
● নবান্ন স্কলারশিপ আবেদনপত্র
● Self Declaration Certificate
● আবেদনকারীর এলাকার MLA Recommendation Certificate
● উত্তীর্ণ হওয়া পরীক্ষার মার্কশীট
● বর্তমান কোর্সে ভর্তির রিসিপ্ট
● সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট
● এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্ক কার্ড (প্রযোজ্য হলে)
● আধার কার্ডের কপি
নবান্ন স্কলারশিপ 2024 আবেদন পদ্ধতি
নবান্ন স্কলারশিপে আবেদন জানানো যায় কেবলমাত্র অফলাইনে অর্থাৎ আবেদনকারীকে সরাসরি নবান্নে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে। ছাত্র-ছাত্রীরা আবেদন করার আগে আবেদন পদ্ধতিটি ভালো ভাবে পড়ে নিন।
➥ প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নবান্ন স্কলারশিপ 2024 -এর আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে।
➥ ডাউনলোড করা আবেদনপত্রটি একটি পরিষ্কার A4 সাইজের কাগজে ভালোভাবে প্রিন্ট করে নিতে হবে।
➥ প্রিন্ট করা আবেদনপত্রের ফাঁকা জায়গায় উল্লেখিত তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
➥ পূরণ করা আবেদনপত্রের সঠিক জায়গায় আবেদনকারীকে নিজের সাম্প্রতিক রঙিন ছবি লাগাতে হবে।
➥ এবার Self Declaration Certificate -এর ফাঁকা জায়গায় প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করে নিতে হবে। এবার এটিকে মূল আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
➥ আবেদনকারীর এলাকার MLA Recommendation Certificate সংগ্রহ করে মূল আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
➥ স্থানীয় এলাকার সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট সংগ্রহ করে সেটিকেও মূল আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
➥ উপরের কাজগুলি সম্পূর্ণ হওয়ার পর পূরণকরা আবেদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র একত্রে করে নবান্নে জমা করতে হবে।
নবান্ন স্কলারশিপ 2024 জমা দেওয়ার ঠিকানা
Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102
উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীরা উত্তরকন্যা ভবনে এই স্কলারশিপের আবেদনপত্র জমা করতে পারবেন। উত্তরকন্যা ভবনের ঠিকানা- Uttarkanya, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015
Official Website: Click Here
Nabanna Scholarship Application Form: Download Now