চাকরির খবর

ASHA Karmi Recruitment: রাজ্যের গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করে নিন

পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য স্বাস্থ্য মিশন ডিরেক্টরেট অফিসের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলে আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানার জন্য আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

রাজ্যের গ্রামে গ্রামে আশা কর্মী পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরিপ্রার্থীদের জন্য এটি দারুণ একটি সুযোগ। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ বিজ্ঞপ্তিতে উল্লিখিত এলাকাগুলির স্থায়ী বাসিন্দা মহিলারা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে। কোন জেলায় এই নিয়োগ করা হবে, আবেদনের শেষ তারিখ কত এবং সংশ্লিষ্ট আবেদনপত্র ডাউনলোড করার জন্য আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

আশা কর্মী

Employment No.— HFW/NRHM/20/2006/PART-II/1631

পদের নাম— আশা কর্মী
শিক্ষাগত যোগ্যতা— আশা কর্মী পদে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ অর্থাৎ দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এরই পাশাপাশি প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝার এবং বলার দক্ষতা রাখতে হবে।
অন্যান্য শর্তাবলী— এই পদগুলির জন্য কেবলমাত্র বিবাহিত, বিধবা অথবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।

চাকরির খবরঃ শিশু কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ

মাসিক বেতন— পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ অধীনিয়ম অনুযায়ী আশা কর্মীদের মাসিক বেতন বা ভাতা হলো ৫,২৫০/- টাকা।
বয়সসীমা— অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন জানানোর ক্ষেত্রে বয়স ন্যূনতম ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ন্যূনতম ২২ বছর থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আশা কর্মী

মোট শূন্যপদ— ২০ টি। (তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য তিনটি শূন্যপদ সংরক্ষিত রাখা হয়েছে। বাকি শূন্যপদগুলিতে যেকোনো জাতিভুক্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।)

আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে আগ্রহী প্রার্থীদের। এরজন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে থাকা আবেদনপত্র সংগ্রহ করে প্রিন্ট করে নিতে হবে। এই প্রতিবেদনের নিচে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আবেদনপত্রে প্রার্থীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং বৈবাহিক বিবরণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট— জন্ম তারিখের শংসাপত্র, সচিত্র নাগরিক পরিচয় পত্র, জাতিভিত্তিক শংসাপত্র, মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার মার্কশীট, বৈবাহিক বিবরণের শংসাপত্র ইত্যাদি।

আবেদনপত্র জমা করার ঠিকানা— প্রত্যেক আগ্রহী প্রার্থীকে নিজের সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ অর্থাৎ বিডিও অফিসে আবেদনপত্র জমা করতে হবে।

চাকরির খবরঃ এই মুহূর্তে যেসব চাকরির আবেদন চলছে

নিয়োগের স্থান— নদীয়া জেলার কালীগঞ্জ, কৃষ্ণনগর, নাকাশিপাড়া, নবদ্বীপ, চাপড়া এবং কৃষ্ণগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ— ১৩ সেপ্টেম্বর, ২০২৪। বিকেল ৪ টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। উল্লেখ্য, ডাকযোগে অথবা অন্য কোন বিকল্প পদ্ধতিতে প্রেরণ করা আবেদনপত্র গৃহীত হবে না। প্রার্থীকে সরাসরি বিডিও অফিসে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা করতে হবে।

আশা কর্মী

Official Notification: Download Now
Application Form: Download Now

Related Articles