পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার বিশিষ্ট ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও গ্রুপ ডি প্রার্থী নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ বর্তমানে বন্ধ রয়েছে। তাই বহুদিন ধরে অপেক্ষারত পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এখানে কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি গিয়ে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
কোন বিদ্যালয়ে এই নিয়োগ হচ্ছে? পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার সরকারি মডেল স্কুলে এই নিয়োগটি হবে।
কোন কোন বিষয়ের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে?
এখানে অতিথি শিক্ষক বা শিক্ষিকা পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে ইংরেজি এবং জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করবে বিদ্যালয় কর্তৃপক্ষ। এর পাশাপাশি গ্রুপ ডি পদেও বেশ কিছু নিয়োগ হতে চলেছে। উল্লেখিত পদগুলিতে শূন্য পদের সংখ্যা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
কী যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন?
১) ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং B.ED ডিগ্রি থাকতে হবে।
২) সরকারি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাদের এখানে নিয়োগ করা হবে।
৩) ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় ভালো দখল এবং পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
৪) গ্রুপ ডি পদে আবেদনের জন্য সরকারি বা সরকার অনুমোদিত যেকোনো বিদ্যালয়ের প্রাক্তন কর্মীরা এখানে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুনঃ ব্যারাকপুর এয়ারফোর্স স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু হয়ে গেছে
কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে?
ইন্টারভিউ এর দিন অনুসারে প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ কতগুলি রয়েছে?
এখানে ইংরেজি বিষয়ের ১ জন এবং জীবন বিজ্ঞান বিষয়ের ১ জন শিক্ষক কিংবা শিক্ষিকাকে নিয়োগ করবে বিদ্যালয় কর্তৃপক্ষ। এর পাশাপাশি মোট ২জন গ্রুপ ডি কর্মীকেও নিয়োগ করা হবে।
প্রতিমাসে বেতন কত পাবেন?
এই বিষয়ে বিস্তারিত তথ্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের জন্য নিচে আবেদনের বিজ্ঞপ্তিটি সংযোগ করে দেওয়া থাকলো। চাকরি প্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্বে ভালোভাবে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নিয়ে তবেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
কীভাবে আবেদন জানাবেন?
এখানে সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। সেই কারণে কোনরকম পূর্ব আবেদনের প্রয়োজন নেই। ইচ্ছুক চাকরি প্রার্থীরা নিজের রঙিন পাসপোর্ট সাইজ ছবি সহ বায়োডাটা, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র, পেনশনের বিবরণ, ভোটার কার্ড এবং একটি পোস্টাল ঠিকানা ও স্ট্যাম্প সহ খাম সঙ্গে করে নিয়ে যাবেন ইন্টারভিউয়ের জন্য।
আরও পড়ুনঃ ইরকন কোম্পানিতে ডিপ্লোমা পাশে এপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন সাড়ে ৮ হাজার টাকা স্টাইপেন্ড
কবে কোথায় ইন্টারভিউ হবে?
নদীয়া জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ০৭/০১/২০২৫ তারিখে এই ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই নিজেদের সমস্ত নথিপত্র সঙ্গে নিয়ে সকাল ১১ টার মধ্যে উল্লেখিত ঠিকানায় পৌঁছে যাবেন।
Candidates can click on the link provided here to download the official notification. To get more information regarding this job please visit official website.