রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগের জন্য প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দেওয়া প্রয়োজন নেই। কেবলমাত্র ইন্টারভিউর ভিত্তিতে এই পদে কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হলে এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, মাসিক বেতন, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
Employment No.— CMOH-Nad/4818
পদের নাম— Phlebotomist
বয়সসীমা— এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা— এখানে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে ফ্লেবোটমী বিষয়ে পূর্ণ সময়ের ট্রেনিং সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে ৫,৫০০/- টাকা দেওয়া হবে।
চাকরির খবরঃ রাজ্যের হাসপাতালে মাধ্যমিক পাশে স্বাস্থ্যকর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি— এই পদে চাকরির জন্য নির্দিষ্টভাবে কোনও আবেদনপত্র জমা করার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই পদে কর্মী নিয়োগ করা হবে। এরজন্য প্রার্থীকে প্রস্তাবিত আবেদনপত্র ডাউনলোড করে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউর তারিখে সরাসরি ইন্টারভিউর ঠিকানায় উপস্থিত হতে হবে।
ইন্টারভিউর ঠিকানা— Chief Medical Officer of Health, Nadia & Secretary, District Health & Family Welfare Samity, 5, D. L. Roy Road. PO- Krishnagar. District- Nadia, Pin- 741101
ইন্টারভিউর তারিখ— ১৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সকাল ৯ টা ৩০ মিনিটের মধ্যে উক্ত ঠিকানায় পৌঁছে নিজেরদের রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রার্থীদের।
Official Notification: Download Now
Application Form: Download Now