চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর! ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে নন এক্সিকিউটিভ বিভিন্ন পদের বিশাল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এই মাস থেকেই শুরু হয়ে যাবে আবেদন গ্রহণ। ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই আজকের প্রতিবেদন থেকে সম্পূর্ণ বিবরণ জেনে নিয়ে প্রস্তুতি শুরু করে দিতে পারেন।
কোন কোন পদে আবেদন করা যাবে? আবেদনের জন্য যোগ্যতা কী লাগবে? কোথায় আবেদন করতে হবে? কোন পদে কতগুলো শূন্য পদ রয়েছে? নিয়োগ পদ্ধতি কেমন থাকবে? বেতন কত পাবেন? ইত্যাদি সমস্ত তথ্য জেনে নিতে পারবেন এই প্রতিবেদন থেকে।
Advertisement No.- 12240214
নিয়োগ কারী সংস্থা- ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড বা NALCO
যে যে পদে নিয়োগ হতে চলেছে- SUPT(JOT) র অন্তর্গত ল্যাবরেটরি, অপারেটর, ফিটার, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন (M&R) বা ইন্সট্রুমেন্ট মেকানিক (S&P), জিওলজিস্ট, HEMM অপারেটর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, নার্স, গ্রেতার কাম ফার্স্ট এইডার এবং ফার্মাসিস্ট।
মোট শূন্যপদের সংখ্যা- ৫১৮ টি।
আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা-
NALCO র তরফে মোট ১৪ রকমের পদে কর্মী নিয়োগ হতে চলেছে, তাই প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। তবে যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন পদে আবেদনের সুযোগ রয়েছে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/ এনসিভিইটি স্বীকৃত আইটিআই কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। চাকরিপ্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্বে NALCO র অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে বুঝে নিয়ে তবেই আবেদন করবেন।
বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? দেখে নিন একনজরে
বয়সসীমা-
প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে কোন কোন পদের জন্য সর্বোচ্চ ২৭ বছর, ২৮ বছর কিংবা ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে হবে।
আবেদন পদ্ধতি-
স্টেপ- ১: NALCO র অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে। এর জন্য www.nalcoindia.com এই ওয়েবসাইটে গিয়ে Career বিকল্পটি বেছে নিতে হবে। এরপর Career NALCO “SUPT & Paramedical Recruitment 2024-25” অপশনে ক্লিক করে চাকরিপ্রার্থীদের নামে মোবাইল নম্বরের সাহায্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
স্টেপ- ২: এরপর প্রার্থীদের অনলাইনে ফর্মটি পূরণ করতে হবে। সঠিকভাবে পূরণ হয়ে গেলে ভালোভাবে পুনরায় আবেদনটি চেক করে সাবমিট করতে হবে।
স্টেপ- ৩: সবশেষে আবেদনের জন্য ধার্য মূল্য প্রদান করে দিলেই সংস্থার পক্ষ থেকে আবেদনটি গ্রহণ করা হবে।
নিয়োগ পদ্ধতি- প্রতিটি পদের জন্যই কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। কোন কোন পদের ক্ষেত্রে কম্পিউটার বেসড পরীক্ষার পাশাপাশি ট্রেড টেস্ট নেওয়া হবে। এখানে প্রতিটি নিয়োগ চুক্তিভিত্তিক হতে চলেছে।
আবেদন মূল্য-
- General/OBC(NCL)/EWS : ১০০/- টাকা
- SC/ST/PwBD/Ex-Servicemen ইত্যাদি : NIL
আবেদনের সময়সীমা- আবেদন চলবে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ থেকে ২১ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত।