সারা দেশে লাগু হয়েছে জাতীয় শিক্ষানীতি। আর সেই শিক্ষানীতির সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রম তৈরি করেছে কেন্দ্র। এই নতুন পাঠ্যক্রমে যে নিয়মগুলির উল্লেখ করা হয়েছে তা কার্যকর হলে দেশে শিক্ষার ধরণ অনেকটাই বদলে যাবে বলে আশা করছেন বিদ্বজ্জনেরা। একাদশ, দ্বাদশ শ্রেণীর পঠনপাঠনে তেমনই বেশ কিছু নিয়ম চালু করা হচ্ছে। বছরে দুবার পরীক্ষা থেকে দুই ভাষায় পড়াশোনা। একনজরে জেনে নিন কী কী নির্দেশ দিচ্ছে বোর্ড।
কেন্দ্রীয় বোর্ডগুলির তরফে জানানো হয়েছে, এবার থেকে বছরে দুবার করে পরীক্ষা নেওয়া হবে। একই কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষানীতিতেও। একটি বড় পরীক্ষাকে ভেঙে দুটি সেমিস্টারে ভাগ করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য। কেন্দ্রীয় বোর্ডগুলি জানিয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি করে ভাষা পড়তে হবে। যার মধ্যে একটি হবে ভারতীয় ভাষা। অন্যদিকে, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পড়াশোনায় কিছুদিন আগেই বাংলা ভাষা ও আঞ্চলিক ভাষার উপর গুরুত্ব আরোপ করেছে রাজ্যের শিক্ষানীতি।
আরও পড়ুনঃ ছাত্রছাত্রীদের জন্য অনলাইন পোর্টাল খুলতে চলেছে শিক্ষা সংসদ
এছাড়া, কেন্দ্রীয় বোর্ডগুলি পড়াশোনার ক্ষেত্রে টেক্সট বুক পড়ানোর ধরণে পরিবর্তন আনছে। ২০২৪ সালের পাঠ্যক্রমের জন্য নতুন পাঠ্যপুস্তক আনার চিন্তাভাবনা চলছে। এছাড়া, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা ‘স্ট্রিম’ কেন্দ্রীক না রেখে বিষয় নির্বাচন উন্মুক্ত রাখা হচ্ছে। অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যে কোনো বিষয় বেছে নিতে পারবেন ছাত্রছাত্রীরা। সর্বোপরি, শিক্ষার্থীরা যাতে পরীক্ষা প্রস্তুতির পর্যাপ্ত সময় পান ও তারা পঠনপাঠনে আরও আগ্রহী হয়ে ওঠেন তার জন্য বেশ কিছু নতুন পদক্ষেপ নিতে পারে বোর্ডগুলি।