চাকরির খবর

বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, ৩০ জুন পর্যন্ত চলবে আবেদন

Advertisement

ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) সম্প্রতি একটি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও বেতন কাঠামো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

National Hydroelectric Power Corporation (NHPC) Recruitment

Employment No. – NH/Rectt./01/2023

পদের নাম – Junior Engineer (Civil, Electrical, Mechanical)
মোট শূন্যপদ – ৩১১ টি। (UR – ১১৭ টি, EWS – ২৬ টি, SC – ৪২ টি, ST – ২২ টি, OBC – ৭৯ টি।)
শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল, সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকা প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২৯,৬০০ টাকা।
বয়সসীমা – উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

চাকরির খবরঃ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ

পদের নাম – Supervisor (IT, Survey)
মোট শূন্যপদ – ২৮ টি। (UR – ১৬ টি, EWS – ১ টি, SC – ৩ টি, ST – ১ টি, OBC – ৭ টি।)
শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে Diploma/ BCA / B.Sc/ Surveying ডিগ্রী থাকা প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২৯,৬০০ টাকা।
বয়সসীমা – উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

চাকরির খবরঃ জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে (www.nhpcindia.com) গিয়ে ওয়েবফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি থাকতে হবে।

আবেদন ফি – এই পদগুলিতে আবেদন করার জন্য General/ EWS/ OBC চাকরিপ্রার্থীদের এককালীন ২৯৫/- টাকা আবেদন ফি জমা করতে হবে। SC/ ST/ PwBD/ Ex-Servicemen প্রার্থীদের কোন আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ – ৩০ জুন, ২০২৩।

বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles