রাজ্যের শিক্ষা দপ্তরে বিভিন্ন নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT) -তে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা NIT হলো কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- অফিস এটেনডেন্ট।
মোট শূন্যপদ- ৫ টি। (UR- ৩,SC- ১,ST- ১)
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- ল্যাব এটেনডেন্ট।
মোট শূন্যপদ- ১১ টি। (UR- ৬,SC- ১,ST- ১,OBC- ৩,EWS- ১)
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- টেকনিশিয়ান।
মোট শূন্যপদ- ২৫ টি। (UR- ১১, SC- ৩, ST- ১, OBC- ৭, EWS- ২, PWD- ১)
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিষয় নিয়ে স্বীকৃত বোর্ড থেকে অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- সিনিয়র টেকনিশিয়ান।
মোট শূন্যপদ- ১২ টি। (UR- ৭, OBC- ৩, EWS- ১, PWD- ১)
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিষয় নিয়ে স্বীকৃত বোর্ড থেকে অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে।
চাকরির খবরঃ রাজ্যে বিভিন্ন গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগ
পদের নাম- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- ১৪ টি। (UR- ১০,OBC- ৩,EWS- ১)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে প্রতি মিনিটে অন্ততপক্ষে ৩৫ টি শব্দ লেখা টাইপিং স্পিড দরকার এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং স্প্রেডশিটের কাজ জেনে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- সুপারিনটেনডেন্ট।
মোট শূন্যপদ- ৪ টি।(UR)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে প্রথম বিভাগ নিয়ে যেকোনো শাখায় স্নাতক কোর্স করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- ২২ টি। (UR- ১২, SC- ২, ST- ১, OBC- ৫, EWS- ১, PWD- ১)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে উল্লেখিত বিষয়গুলোর উপরে B.E/ B. Tech/ MCA কোর্স করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- লাইব্রেরী এন্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- ১ টি। (OBC)
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ/ আর্টস/ কমার্স নিয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে স্নাতক কোর্স করে থাকতে হবে এবং লাইব্রেরী অ্যান্ড ইনফরমেসন সাইন্স নিয়ে স্নাতক কোর্স করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- জুনিয়ার ইঞ্জিনিয়ার।
মোট শূন্যপদ- ২ টি।(SC- ১, OBC- ১)
শিক্ষাগত যোগ্যতা- সিভিল/ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে প্রথম বিভাগ নিয়ে B.E/ B.Tech কোর্স করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
চাকরির খবরঃ হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
পদের নাম- SAS অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- ১ টি। (EWS)
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্যাল এডুকেশন নিয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে প্রথম বিভাগ নিয়ে স্নাতক কোর্স করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- ১ টি।(OBC)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় স্নাতক কোর্স করে থাকতে হবে সঙ্গে স্টেনোগ্রাফারে প্রতি মিনিটে ১০০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- স্টেনোগ্রাফার।
মোট শূন্যপদ- ১ টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে স্টেনোগ্রাফারে ৮০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং স্প্রেডশিটের কাজ জেনে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে পে লেভেল ৭ অনুযায়ী বেতনক্রম হবে।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। NIT এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীকে অবশ্যই সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এছাড়া বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর অবশ্যই থাকা প্রয়োজন।
আবেদন ফি- ল্যাব এটেনডেন্ট/ অফিস এটেনডেন্ট পদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ৮০০ টাকা ধার্য করা হয়েছে এবং অন্যান্য পদের ক্ষেত্রে ১০০০ টাকা ধার্য করা হয়েছে।SC/ ST/ PWD/ Ex- Serviceman এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না।
নিয়োগের স্থান- দুর্গাপুরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সংস্থাতে।
আবেদন করার শেষ তারিখ- আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে।২৯ই এপ্রিল, সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ পৌরসভা অফিসে গ্রূপ-ডি কর্মী নিয়োগ
Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here