ন্যাশেনাল জুট বোর্ড, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, ভারত সরকারের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
Employment No. –
পদের/ দপ্তরের নাম – Market Promotion & Scheme Implementation/ Technical/ Finance/ Administration
মোট শূন্যপদ – ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা – MBA in Marketing/ MA অথবা MSc/ B. Tech / B.E in Jute-Tech/ Textile Tech/ B.Sc (Ag)/ MBA (Finance)/ M.Com/ LLM ইত্যাদি বিষয়ে UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত স্নাতকোত্তর ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা উপরিউল্লিখিত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৬০,০০০ টাকা।
বয়সসীমা – আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
আরও পড়ুনঃ বিপুল কর্মী নিয়োগ করছে কেন্দ্রীয় সংস্থা DRDO
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের সফ্ট কপি পাঠাতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে আবেদন জানানোর জন্য অফিশিয়াল নোটিফিকেশনের নিম্নাংশে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে তাতে উপযুক্ত তথ্য পূরণ করে সংস্থার নির্দিষ্ট দপ্তরে আবেদনপত্রটি জমা দিতে হবে। তারপর recruitment@njbindia.in ইমেইল আইডিতে সফ্ট কপি পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – Secretary, National Jute Board, 3A & 3B, Park Plaza, 71, Park Street, Kolkata -700 016
আবেদনের শেষ তারিখ – ০৭ জুন, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Click Here