ভারতের জাতীয় প্রতীক: ১৯৪৭ সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের থেকে দেশ ভাগের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে ভারত। পরবর্তী সময়ে স্বাধীন রাষ্ট্রের বেশকিছু বিষয়ের জন্য বিভিন্ন প্রতীক নির্বাচন করা হয়। রাষ্ট্রীয় ক্ষেত্রে চিহ্নিত করণের জন্য এই প্রতীকগুলি ব্যবহার করা হয়। আজকের প্রতিবেদনে ভারতের জাতীয় প্রতীক -গুলির সম্পূর্ণ তালিকা দেওয়া হল। বিভিন্ন পরীক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন আসে।
ভারতের জাতীয় প্রতীক
আজকের প্রতিবেদনে টেবিল আকারে ভারতের জাতীয় প্রতীক -এর তালিকা দেওয়া হল। এখন পর্যন্ত ভারত সরকার নিম্নলিখিত বিষয়গুলিকে ভারতের জাতীয় প্রতীক হিসেবে মান্যতা দিয়েছে।
ভারতের জাতীয় প্রতীক | |
জাতীয় সরকারি প্রতীক | অশোক স্তম্ভ |
জাতীয় সংগীত | জন - গন - মন |
জাতীয় স্তোত্র | বন্দেমাতরম |
জাতীয় গাছ | বট গাছ |
জাতীয় ফুল | পদ্ম |
জাতীয় ফল | আম |
জাতীয় পশু | রয়্যাল বেঙ্গল টাইগার |
জাতীয় পাখি | ময়ূর |
জাতীয় ধ্বনি | জয় হিন্দ |
জাতীয় বাণী | সত্যমেব জয়তে |
জাতীয় নদী | গঙ্গা |
জাতীয় পানীয় | চা |
উল্লিখত প্রতিটি বস্তুকে ভারত সরকার সংশ্লিষ্ট ক্ষেত্রের জাতীয় প্রতীক হিসেবে মান্যতা দিয়েছে। পরবর্তীতে এই তালিকায় নতুন কোনও সংযোজন হলে সেটি এখানে আপডেট করা হবে।