শিক্ষার খবর

CUET PG 2023: সিইউইটি পরীক্ষার সিটি ইন্টিমিশন স্লিপ ও বিস্তারিত পরীক্ষাসূচি প্রকাশ করল এনটিএ

Advertisement

কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট স্নাতকোত্তর (CUET PG) 2023 পরীক্ষার এক্সাম সিটি ইন্টিমিশন স্লিপ প্রকাশ করেছে দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। জুনের ৫ থেকে ৮ তারিখের এক্সাম সিটি ইন্টিমিশন স্লিপ প্রকাশ পেয়েছে (cuet.nta.nic.in) ওয়েবসাইটে। পাশাপাশি বিস্তারিত পরীক্ষাসূচি প্রকাশ করেছে এনটিএ।

‘সিটি ইন্টিমিশন স্লিপ’ ডাউনলোড করবেন কিভাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে (cuet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর ‘City Intimation for CUET PG 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে রুরাল লাইব্রেরিয়ান পদে নিয়োগ

৩) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৪) স্ক্রিনে ‘সিটি ইন্টিমিশন স্লিপ’ দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

আগামী ৫ জুন ২০২৩ থেকে ১৭ জুন ২০২৩ পর্যন্ত আয়োজিত হবে CUET PG 2023 পরীক্ষা। প্রায় ১৫৭ টি বিষয়ের উপর ৩৭ টি শিফটে আয়োজিত হবে পরীক্ষা। এবারের সিউইইটি পিজি পরীক্ষায় অংশ নিতে চলেছে ১৯৫ টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে সেন্ট্রাল, স্টেট, প্রাইভেট ও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি। ৫ থেকে ৮ জুনের CUET PG পরীক্ষায় অংশ নেবে ২৪৫ টি শহরের প্রায় ৪ লক্ষ ২৫ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। অ্যাডমিট কার্ড অতি শীঘ্রই দেওয়া হবে পরীক্ষার্থীদের। এছাড়া এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

CUET PG 2023

Related Articles