চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

নবোদয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ চলছে, মোট শূন্যপদ ৩৯৭

নবোদয় বিদ্যালয় সমিতিতে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ৩ জুলাই ২০২২, ExamBangla.com -এর পাতায় নবোদয় বিদ্যালয় সমিতির উত্তর- পূর্ব রিজিয়নে শিক্ষক নিয়োগের আপডেট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের নবোদয় বিদ্যালয় গুলিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ExamBangla.com -এর পাতায় ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আজকের এই প্রতিবেদনে নবোদয় বিদ্যালয় সমিতিতে শিক্ষক নিয়োগের আরও একটি বিজ্ঞপ্তি সম্পর্কে জানানো হবে। কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা কত, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কীভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- PGT (পোস্ট গ্রাজুয়েট টিচার)।
মোট শূন্যপদ- ৩৯৭ টি।
বিষয়ভিত্তিক শূন্যপদের সংখ্যা- জীববিদ্যা- ৪২ টি, রসায়নবিদ্যা- ৫৫ টি, কমার্স- ২৯ টি,ইকোনমিক্স- ৮৩ টি, ইংরেজি- ৩৭ টি, ভূগোল- ৪১ টি, হিন্দি- ২০ টি, ইতিহাস- ২৩ টি,অংক- ২৬ টি, পদার্থবিদ্যা- ১৯ টি, কম্পিউটার সাইন্স- ২২ টি।
বয়স- প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ৮ অনুযায়ী ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- NCTE অথবা NCERT অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে দু বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্যাজুয়েট কোর্স করে থাকতে হবে সঙ্গে B.ED কোর্স করে থাকতে হবে।

পদের নাম- TGT (ট্রেন্ট গ্রাজুয়েট টিচার)
মোট শূন্যপদ- ৬৮৩ টি।
বিষয়ভিত্তিক শূন্যপদের সংখ্যা- ইংরেজি- ১৪৪ টি, হিন্দি- ১৪৭ টি, অংক- ১৬৭ টি, বিজ্ঞান- ১০১ টি, সোশ্যাল স্টাডিজ- ১২৪ টি।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ৭ অনুযায়ী ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- NCTE অথবা NCERT অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে দু বছরের ডিগ্রি কোর্স করে থাকতে হবে সঙ্গে B.ED কোর্স করে থাকতে হবে।

পদের নাম- মিসলেনিয়াস ক্যাটাগরি অফ টিচার (গ্রুপ বি)
মোট শূন্যপদ- ১৮১ টি।
বিষয়সহ মোট শূন্যপদের সংখ্যা- মিউজিক- ৩৩ টি, ART- ৪৩ টি, PET (পুরুষ)- ২১ টি, PET (মহিলা)- ৩১টি, লাইব্রেরিয়ান ৫৩ টি।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ৭ অনুযায়ী ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- মিউজিক এবং ART এর ক্ষেত্রে যেকোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের স্নাতক অথবা স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে।
লাইব্রেরিয়ান এর ক্ষেত্রে লাইব্রেরী সাইন্সে ডিগ্রী কোর্স করে থাকতে হবে এবং কম্পিউটার অপারেশনের কাজ জেনে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো স্কুলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
PET এর ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কোর্স করে থাকতে হবে।

আরও পড়ুনঃ জুলাই মাসের সমস্ত চাকরির খবর দেখে নিন

[quads id=10]

পদের নাম- TGT (ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার) (থার্ড ল্যাংগুয়েজ)
মোট শূন্যপদ- ৩৪৩ টি।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ৭ অনুযায়ী ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- NCTE/ NCERT অনুমোদিত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রী কোর্স করে থাকতে হবে।

পদের নাম- প্রিন্সিপাল (গ্রুপ- এ)।
মোট শূন্যপদ- ১২ টি।
বয়স- প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেবেল ১২ অনুযায়ী ৭৮,৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে সঙ্গে B.ED কোর্স করে থাকতে হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীগণ কেবল অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি www.navodaya.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেইল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে।
আবেদন ফি- প্রিন্সিপাল পদের ক্ষেত্রে ২০০০ টাকা, PGT পদের ক্ষেত্রে ১৮০০ টাকা, TGT এবং মিসলেনিয়াস ক্যাটাগরি টিচার পদের ক্ষেত্রে ১৫০০ টাকা আবেদন ফি হিসাবে ধার্য করা হয়েছে। ২২ শে জুলাই পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে হেল্পার পদে কর্মী নিয়োগ

[quads id=10]

নিয়োগ পদ্ধতি- CBT (Computer Based Test) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন করার শেষ তারিখ- ২২ শে জুলাই, ২০২২

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ