ফের সিলেবাসে ব্যাপক কাটছাঁটের সিদ্ধান্ত। এবার দশম শ্রেণীর সিলেবাসে বিস্তর বদল আনল এনসিইআরটি (NCERT)। ছাত্রছাত্রীদের উপর চাপা অতিরিক্ত ভার লাঘব করার তাগিদে দশম শ্রেণীর সিলেবাস থেকে বাদ পড়ল ‘পিরিওডিক টেবিল বা পর্যায় সারণি’, ‘গণতন্ত্র ও গণতন্ত্র রক্ষার’ মতো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়। এনসিইআরটির (NCERT) এহেন সিদ্ধান্তে জোর বিতর্ক শুরু বিভিন্ন মহলে।
ঠিক কোন কোন অধ্যায় বাদ পড়েছে? সূত্রের খবর, বাদ যাওয়া অধ্যায়গুলির মধ্যে রয়েছে পর্যায় সারণি, এনভায়রনমেন্ট সাসটেনিবিলিটি, গণতন্ত্র ও গণতন্ত্রের পথে বাধা, শক্তির উৎস, রাজনৈতিক দল সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। নয়া সিলেবাসে এই সমস্ত অধ্যায়গুলি আর অন্তর্ভুক্ত থাকছে না সরকারি পাঠ্যবইতে। সিলেবাসে বদল প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, পর্যায় সারণি-সহ এই সকল গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ দেওয়া মোটেই যুক্তিযুক্ত নয়। এই সমস্ত অধ্যায় না পড়লে দশম শ্রেণীতেই একটি বড় গ্যাপ তৈরি হয়ে যাবে পড়ুয়াদের। আবার অপর পক্ষের দাবি, নবম শ্রেণীতে পর্যায় সারণি সিলেবাসে অন্তর্ভুক্ত থাকায় ভিত নড়বড়ে হওয়ার মোটেই কোনো সম্ভাবনা নেই। বরং অপ্রাসঙ্গিক বলেই তা বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিত D.El.Ed ভর্তি প্রক্রিয়া
পাশাপাশি, গণতন্ত্রের অধ্যায় বাদ যাওয়া প্রসঙ্গে একপক্ষের দাবি, দশম শ্রেণীতে গণতন্ত্র সম্পর্কিত বিষয়ে না জানলে উচ্চশিক্ষায় অসুবিধার সম্মুখীন হবেন পড়ুয়ারা। সমস্যা হতে পারে সর্বভারতীয় পরীক্ষাতেও। প্রসঙ্গত, এর আগে মুঘল অধ্যায়, ডারউইনের বিবর্তনবাদ-সহ একাধিক প্রয়োজনীয় বিষয় পাঠ্যক্রম থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে বিস্তর জলঘোলা হয়েছে। তবে সব ক্ষেত্রেই ‘অপ্রাসঙ্গিক’ বলে ফের সিলেবাস কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে এনসিইআরটি।