বাদ পড়তে চলেছে মুঘলদের ইতিহাস। সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) সংস্থার এহেন সিদ্ধান্তের প্রসঙ্গে আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে। এরপরই এনসিইআরটি (NCERT) ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানি জানান এই সকল তথ্য ‘মিথ্যে’। পাঠ্যপুস্তক থেকে বাদ যায়নি কিছুই। এহেন বিতর্কের মাঝে এবার দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের বইতে বেশ কিছু রদবদলের খবর মিললো।
সূত্রের খবর, আরএসএস, নাথুরাম গডসে, ও মহাত্মা গান্ধীকে ঘিরে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বইয়ের কিছু অংশে ব্যাপক রদবদল আনা হয়েছে। যা শেষ পনেরো বছরের সময়কালে বড় রদবদল বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট বই থেকে বাদ পড়েছে বেশ কিছু বিষয়। বইতে নাথুরাম গডসেকে উল্লেখ করা হয়েছে ‘পুনের ব্রাহ্মণ’ হিসেবে। দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বইতে বলা হয়েছে, গডসে ছিলেন একটি চরমপন্থী হিন্দু সংবাদপত্রের এডিটর।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশে চাকরি দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর
সূত্রের খবর, বইতে গান্ধীজি সম্পর্কিত বেশ কিছু রেফারেন্স বাদ যাওয়ার পাশাপাশি গান্ধীজিকে ‘মুসলিম তোষণকারী’ হিসেবেও বর্ণনা করা হয়েছে। এছাড়া আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম থেকে মুঘলদের বাদ পড়ার প্রসঙ্গে সম্প্রতি তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এনসিইআরটি ডিরেক্টরের বক্তব্য ছিল, মুঘল সম্পর্কিত প্রয়োজনীয় অধ্যায়টি এখনও বইতে রয়েছে। “যারা জানেন না তাঁরা চাইলে বই দেখে নিতে পারেন।” তবে এবার রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে রদবদলের সিদ্ধান্তে ফের বিতর্ক শুরু বিভিন্ন মহলে।