ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতকোত্তর (NEET PG) ২০২৩ পরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ২৭ জানুয়ারি নাগাদ। এবার আবেদনরত প্রার্থীদের আবেদনপত্রে কোনোও ভুল থাকলে তা সংশোধনের সুযোগ দেবে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (NBEMS)। সেক্ষেত্রে আগামী ৩ ফেব্রুয়ারি রাত ১১:৫৫ মিনিট পর্যন্ত আবেদনপত্র সংশোধনের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।
আবেদনপত্রের তথ্য সংশোধন করবেন কিভাবে?
১) আবেদনপত্র সংশোধনের ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (nbe.edu.in) এ যেতে হবে।
২) এরপর ‘NEET PG’ সেকশনে ক্লিক করতে হবে।
৩) এবার অ্যাপ্লিকেশন লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ
৪) এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে পরীক্ষার্থীদের।
৫) এরপর নিট পিজি পরীক্ষার আবেদনপত্রটি ওপেন হবে।
৬) এখানে আবেদনপত্রের সংশোধন করতে পারবেন পরীক্ষার্থীরা।
৭) সংশোধন হয়ে গেলে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। এছাড়া প্রয়োজনে পেজটি ডাউনলোড করতে পারেন পরীক্ষার্থীরা।
চাকরির খবরঃ রাজ্যে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
পরীক্ষার্থীদের সুবিধার্থে চালু হওয়া এই ‘কারেকশন উইন্ডো’ তে পরীক্ষার্থীরা নাম, জাতি, ইমেল, ফোন নম্বর, ও পরীক্ষার শহর বাদে যে কোনোও তথ্যের পরিবর্তন করতে পারবেন। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, নিট পিজি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ৫ই মার্চ নাগাদ। পরীক্ষার অ্যাডমিট প্রকাশ পাবে ২৭শে ফেব্রুয়ারি। আর পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে আগামী ৩১শে মার্চ।