শিক্ষার খবর

NEET PG 2023: পরীক্ষার দিন ঘোষণা! কবে হবে পরীক্ষা? পড়ুন বিস্তারিত

Advertisement

ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস দ্বারা পরিচালিত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতকোত্তর (NEET PG 2023) পরীক্ষাটি। এদিন বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ই মার্চ আয়োজন করা হবে নিট পিজি ২০২৩ পরীক্ষাটি। এখনও পর্যন্ত পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানানো হয়নি। তবে শীঘ্রই এ বিষয়ে জানানো হবে পরীক্ষার্থীদের।

সম্প্রতি ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (NBEMS) এর তরফে বেশ কিছু পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। যেমন FMGE, NEET MDS, DNB, FET, FNB ও অন্যান্য। জানানো হয়েছে, নিট পিজি ২০২৩ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মার্চের ৫ তারিখ, NEET MDS পরীক্ষাটি হবে ১ মার্চ, FNB এক্সিট পরীক্ষাটি হবে ফেব্রুয়ারি অথবা মার্চে এবং FET পরীক্ষাটি আয়োজিত হবে ফেব্রুয়ারিতে। সেইমতো শুরু হবে পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে গ্রুপ- ডি নাইট গার্ড নিয়োগ

FB Join

NBEMS কর্তৃক প্রকাশিত পরীক্ষাগুলির সময়সূচি পরীক্ষার্থীরা (natboard.edu.in)-এ গিয়ে দেখতে পাবেন। নিট পিজি পরীক্ষায় প্রতিবার অংশগ্রহণ করেন প্রচুর সংখ্যক পরীক্ষার্থী। সেক্ষেত্রে আবেদন গ্রহণ শুরু হলে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা (nbe.edu.in)-এ গিয়ে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার ভিত্তিক প্ল্যাটফর্মে পরীক্ষাটি সারা দেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে। এছাড়া পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দিনের পরীক্ষা সম্পর্কিত তথ্যগুলি জানার জন্য NBEMS-এর অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে।

Related Articles