চলতি বছরের নিট ইউজি (NEET UG 2023) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী ৭ই মে নাগাদ আয়োজিত হতে পারে পরীক্ষাটি। পরীক্ষার আয়োজনে থাকছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সূত্রের খবর, অতি শীঘ্রই পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু করা হবে। সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা (neet.nta.nic.in) ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন।
স্নাতক মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির জন্য নিট ইউজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবেশিকা পরীক্ষা। প্রতি বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। নিট ইউজি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যতার মানদন্ড ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে আবেদনে আগ্রহী প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে পদার্থবিদ্যা, বায়োলজি/বায়োটেকনোলজি, কেমিস্ট্রি ও ইংরেজি বিষয় সহ ১০+২ উত্তীর্ণ থাকতে হবে। বয়সসীমার ক্ষেত্রে প্রার্থীদের বয়স অন্তত ১৭ বছর হতে হবে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে পরীক্ষার ওয়েবসাইটটি ফলো করবেন।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ
সূত্রের খবর, এবারের নিট ইউজি পরীক্ষার সিলেবাস সহ অন্যান্য তথ্যগুলি ওয়েবসাইটে আপলোড করা হবে শীঘ্রই। জানা যাচ্ছে, যেকোনো সময়ে সক্রিয় হতে পারে রেজিস্ট্রেশনের লিঙ্কটি। এছাড়া পরীক্ষা সম্পর্কিত যাবতীয় জানার জন্য অবশ্যই পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।