ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতক (NEET UG) পরীক্ষার ‘অ্যানসার কি’ প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। যে সকল পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট (neet.nta.nic.in)-এ গিয়ে অ্যানসার কি চেক করতে পারবেন।
‘অ্যানসার কি’ চেক করবেন কিভাবে?
১) পরীক্ষার্থীদের প্রথমে (neet.nta.nic.in) এ যেতে হবে।
২) এরপর ‘NEET UG Answer Key 2023’ চেক করার লিঙ্কে ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ UGC NET 2023পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন
৩) প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) স্ক্রিনে ‘অ্যানসার কি’ দেখতে পাবেন। এটি ডাউনলোড করে নেবেন পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ৭ মে দুপুর ২টো থেকে ৫:৩০ পর্যন্ত নিট ইউজি (NEET UG 2023) পরীক্ষায় অংশ নেন ৪৯৯ টি শহরের প্রায় ২০৮৭৪৪৯ জন পরীক্ষার্থী। প্রায় ৪০৯৭ টি কেন্দ্রে আয়োজিত হয়েছিল পরীক্ষাটি। আর এবার প্রকাশিত পরীক্ষার ‘অ্যানসার কি’।
আরও পড়ুনঃ উচ্চশিক্ষায় পড়ুয়াদের পছন্দের বিভাগ কোনটি?
নিট ইউজি পরীক্ষার ‘প্রভিশনাল অ্যানসার কি’ নিয়ে কোনো আপত্তি থাকলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাবেন প্রার্থীরা। অফিসিয়াল ওয়েবসাইটে মারফত চ্যালেঞ্জ জানানো যাবে আগামী ৬ জুন পর্যন্ত। চ্যালেঞ্জ জানাতে হলে অতিরিক্ত ২০০/- টাকা জমা করতে হবে প্রার্থীদের।