ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এর তরফে চালু হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতক (NEET UG) 2023 পরীক্ষার আবেদনপত্র সংশোধন প্রক্রিয়া। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা (neet.nta.nic.in) ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রের তথ্য সংশোধন করতে পারবেন।
আবেদনপত্রের তথ্য সংশোধন করবেন কিভাবে?
১) পরীক্ষার্থীদের প্রথমে (neet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর ‘NEET(UG) 2023 Correction Window’ লিঙ্কে ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ আপনার জেলার সেরা চাকরির খবর
৩) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এরপর নির্দিষ্ট তথ্যগুলি এডিট করতে পারবেন।
৫) সংশোধন সম্পন্ন হলে আবেদনপত্রটি সাবমিট করতে হবে পরীক্ষার্থীদের।
পরীক্ষার্থীরা আগামী ১০ই এপ্রিল ২০২৩ পর্যন্ত আবেদনপত্র সংশোধন করতে পারবেন। এর মধ্যে মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস ও বর্তমান অ্যাড্রেস পরিবর্তন করা যাবে না। তবে আধার ভেরিফায়েড ও নন আধার ভেরিফায়েড প্রার্থীরা যে যে সংশোধনগুলি করতে পারবেন তার একটি তালিকা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা এই বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন। প্রসঙ্গত, NEET(UG) 2023 পরীক্ষাটি আয়োজিত হবে আগামী ৭ই মে ২০২৩ নাগাদ। পরীক্ষাটি হবে পেন অ্যান্ড পেপার তথা (অফলাইন) মোডে। এছাড়া এ সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।
Official Notification: Download Now