শিক্ষার খবর

NEET UG Exam 2023 । আজ দেশ জুড়ে প্রায় ১৯ লক্ষ পরীক্ষার্থী NEET UG পরীক্ষায় বসছেন

Advertisement

আজ রবিবার ৭ই মে তারিখে অনুষ্ঠিত হতে চলেছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতক (NEET UG) ২০২৩ পরীক্ষা। চলতি বছরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন প্রায় ১৮ লক্ষ ৭২ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী। দেশ ও দেশের বাইরে মিলিয়ে মোট ৪৯৯ টি শহরে আয়োজিত হবে পরীক্ষাটি।

চলতি বছরের নিট ইউজি পরীক্ষা নিয়ে বাড়তি সতর্ক কেন্দ্রীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। পরীক্ষা শুরুর আগে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছতে হবে পরীক্ষার্থীদের। সঙ্গে রাখতে হবে উপযুক্ত পরিচয়পত্র ও দুটি পাসপোর্ট সাইজের ছবি। অ্যাডমিট কার্ডে সই থাকবে অভিভাবকদের আর কেন্দ্রে পৌছে পরীক্ষকের সামনে সই করবেন পরীক্ষার্থীরা। এছাড়া, বেশ কিছু ক্ষেত্রে রিপোর্টিং টাইমের এক ঘন্টা আগেই কেন্দ্রে পৌছতে হবে। যেমন, কোনো ধর্মীয় পোষাক পরে কেন্দ্রে আসলে আর শরীরে প্লাস্টার ও ব্যান্ডেজ করা থাকলে।

আরও পড়ুনঃ
মাধ্যমিক রেজাল্ট ২০২৩
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৩
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে স্কলারশিপ ২০২৩

পরীক্ষা কেন্দ্রে কঠোর ভাবে নিষিদ্ধ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, ক্যালকুলেটর, হাতঘড়ি। জামাকাপড়ে থাকা যাবে না কোনো বড়ো বোতাম। চলবে না ধাতব গয়না, বেল্ট, পা ঢাকা জুতো। এছাড়া থাকছে সিসিটিভি নজরদারি সহ পরীক্ষকের কড়া পাহারা। সবমিলিয়ে রীতিমতো আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার আয়োজন হয়েছে এবারের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায়।

নিট ইউজি (NEET UG) পরীক্ষা শুরু হবে দুপুর ২ টো থেকে শেষ হবে বিকেল ৫:২০ নাগাদ। কিছুদিন আগের থেকেই পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট (neet.nta.nic.in) মারফত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছেন পরীক্ষার্থীরা। হিন্দি, ইংরেজি, বাংলা সহ মোট তেরোটি ভাষায় পরিচালিত হবে এবারের নিট ইউজি পরীক্ষা।

join Telegram

Related Articles