কেবলমাত্র ইংরেজিতে নয় এবার থেকে অন্যান্য ভারতীয় আঞ্চলিক ভাষায় দেওয়া যাবে ডাক্তারির স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (NEET UG)। সম্প্রতি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এর তরফে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে নিট ইউজি (NEET UG) পরীক্ষার প্রশ্নপত্র কোন ভাষায় হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলা ভাষায় ডাক্তারির পরীক্ষা দিতে পারবেন কলকাতার পড়ুয়ারা।
এনটিএ (NTA) জানিয়েছে, নিট ইউজি (NEET UG) পরীক্ষার্থীরা অন্যান্য আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে পারবেন। তবে যে পরীক্ষার্থীরা ইংরেজিতে পরীক্ষা দিতে চান তাঁদের ইংরেজি ভাষার প্রশ্নপত্র দেওয়া হবে। যাঁরা হিন্দিতে পরীক্ষা দেবেন তাঁদের জন্য হিন্দি ও ইংরেজির প্রশ্ন থাকবে। এছাড়া আঞ্চলিক ভাষায় যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে চাইবেন তাঁদের জন্য থাকবে ইংরেজির সঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক ভাষার প্রশ্নপত্র। এর সাথে এনটিএ (NTA) উল্লেখ করেছে, আঞ্চলিক ভাষার পরীক্ষা নির্দিষ্ট কিছু পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে। যেমন, বাংলা ভাষায় নিট ইউজি (NEET UG) পরীক্ষা নেওয়া হবে কলকাতা, ত্রিপুরা ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পরীক্ষা কেন্দ্র গুলিতে। এছাড়া অন্যান্য আঞ্চলিক ভাষাগুলির ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে।
আরও পড়ুনঃ ফেল করেও IAS, সম্ভব করে দেখালেন রাজস্থানের তরুণী
দেশের বিভিন্ন অঞ্চলের পড়ুয়ারা নিজেদের আঞ্চলিক ভাষায় নিট ইউজি (NEET UG) পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইংরেজি ও হিন্দি ছাড়া নিট ইউজি (NEET UG) পরীক্ষা নেওয়া হবে বাংলা, অসমিয়া, গুজরাটি, পাঞ্জাবি, উর্দু, কন্নড়, মারাঠি, উড়িয়া, মালয়ালম, তামিল ও তেলেগু ভাষায়। প্রসঙ্গত, আগামী ৭ই মে তারিখে আয়োজিত হবে নিট ইউজি (NEET UG) ২০২৩। দুপুর ২ টো থেকে বিকেল ৫:২০ পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষা সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।
Official Notification: Download Now