এক নজরে
NYKS Recruitment 2021: রাজ্যজুড়ে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। জেলায় জেলায় প্রতিটি ব্লক এলাকায় ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করবে Nehru Yuva Kendra Sangathan, যেটি হল কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। মাধ্যমিক পাশ করে থাকলেই পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইন এবং অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। Nehru Yuva Kendra Sangathan (NYKS) Recruitment 2021.
Nehru Yuva Kendra Sangathan Recruitment 2021
Post Name
NYKS Volunteer. গোটা দেশজুড়ে নেহেরু যুব সংগঠনের কেন্দ্রগুলিতে NYKS ভলেন্টিয়ার নিয়োগ করা হবে।
NYKS Volunteer 2021 Total Vacancy
মোট শূন্যপদের সংখ্যা 13206 টি। গোটা দেশজুড়ে প্রতিটি রাজ্যের জেলাগুলিতে এই কর্মী নিয়োগ করা হবে। মোট 623 টি Nehru Yuva Kendra Sangathan -এর প্রতিটি ব্লকে 2 জন করে কর্মী নিয়োগ করা হবে।
Read More: SSC MTS Recruitment 2021
NYKS Volunteer 2021 Age Limit
NYKS Volunteer পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 29 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 এপ্রিল, 2021 তারিখের হিসেবে।
NYKS Volunteer 2021 Qualification
NYKS Volunteer পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত মাধ্যমিক পাশ বা সমতুল।
NYKS Volunteer 2021 Job Period
NYKS Volunteer নিয়োগ করা হচ্ছে চুক্তিভিত্তিক ভাবে। প্রাথমিকভাবে 1 বছরের জন্য এই কর্মী নিয়োগ করা হচ্ছে। 1 এপ্রিল, 2021 তারিখ থেকে 31 মার্চ, 2022 সাল পর্যন্ত।
Read More: Gushkara Mahavidyalaya Clerk, Group- D Recruitment
NYKS Volunteer 2021 Salary
যেহেতু এটি একটি চুক্তিভিত্তিক পদ, তাই এই পদে মাসিক বেতন 5000 টাকা।
NYKS Volunteer 2021 Application Process
NYKS Volunteer পদে আবেদন করা যাবে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে। www.nyks.nic.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করলে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে সাথে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নিজ নিজ জেলার ‘NYKS’ -এর জেলা অফিসের ঠিকানায় পাঠাতে হবে। তবে আগ্রহী প্রার্থীদের আমাদের তরফ থেকে এই উপদেশ, আপনারা অনলাইন মাধ্যমে আবেদন করুন। আবেদন করা যাবে 20 ফেব্রুয়ারি, 2021 তারিখ পর্যন্ত।
NYKS Volunteer 2021 Selection Process
Read More: ৫০ হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার
NYKS Volunteer নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রতিটি জেলায় এই ইন্টারভিউ নেওয়া হবে।
NYKS Volunteer 2021 Interview Date
NYKS Volunteer ইন্টারভিউ হবে 25 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ, 2021 তারিখ পর্যন্ত। ইন্টারভিউ বোর্ডে মোট চারজন সদস্য থাকবেন। District Collector/ DM (Chairperson), Two Eminent Person in the field of youth/ Social/ education field (Member), District Youth Officer (Convener).
NYKS Volunteer 2021 Interview Result Date
NYKS Volunteer পাদের ইন্টারভিউ শেষ হবার এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। NYKS Volunteer Interview Result Date 15 March, 2021. পাশাপাশি ফলাফল প্রকাশিত 15 দিনের মধ্যে অর্থাৎ 1 এপ্রিল, 2021 তারিখ থেকে কাজে যোগদান করবে সফল প্রার্থীরা।
অফিশিয়াল নোটিশ ডাউনলোড 👇👇👇
অনলাইনে আবেদন করুন 👇👇👇