শিক্ষার খবর

জাতীয় শিক্ষা নীতি 2020 | শিক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন দেখে নিন

Advertisement

জাতীয় শিক্ষা নীতি 2020: প্রাথমিক থেকে স্নাতক স্তর পর্যন্ত শিক্ষাব্যবস্থায় হতে চলেছে আমূল পরিবর্তন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিরাচরিত শিক্ষা ব্যবস্থার অবসান ঘটিয়ে শিক্ষানীতি সম্পর্কিত নতুন সরকারি নির্দেশিকা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।। জাতীয় শিক্ষা নীতি 2020 বা New National Educational Policy 2020 (NEP)-এর আওতায় ৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের সামগ্রিক মূল্যায়নের উপর জোর দেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষা নীতি 2020

নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে, ১০+২ কাঠামোর পরিবর্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৫+৩+৩+৪ কাঠামোর সংযোজন হবে প্রাথমিক থেকে স্নাতক স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থায়। নতুন এই কাঠামোতে ৩ থেকে ৮ বছর পর্যন্ত ৫ বছরের মৌলিক পর্যায়, ৮ থেকে ১১ বছর পর্যন্ত ৩ বছরের প্রাক প্রাথমিক পর্যায়, ১১ থেকে ১৪ বছর পর্যন্ত ৩ বছরের প্রস্তুতিমূলক পর্যায়, ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত ৪ বছরের মাধ্যমিক পর্যায় অন্তর্ভুক্ত থাকবে এমনটাই সূত্রের খবর।

৫+৩+৩+৪ শিক্ষা নীতি 

নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চার বছরের কোর্সটি হবে ‘মাল্টি ডিসপ্লিনারি’ অর্থাৎ এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের নিজেদের পছন্দমত বিষয়কে বেছে নিতে পারবেন। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান, কলা ও বাণিজ্য এই তিনটি বিভাগ তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তার বদলে বিষয়ভিত্তিক আটটি ক্ষেত্রের ১৬টি পছন্দ ভিত্তিক কোর্সের কথা উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, আগামী বছর থেকে এনসিএফ এর কাঠামো মেনে পাঠ্যবই প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ প্রতিদিনের চাকরির খবর একনজরে দেখে নিন 

জাতীয় শিক্ষা নীতি কি কি পরিবর্তন?

১. নতুন শিক্ষানীতি অনুসারে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সমস্ত বিষয়ে ইংরেজির পরিবর্তে মাতৃভাষায় নির্দেশিকা দেওয়ার কথা বলা হয়েছে।
২. উচ্চশিক্ষার ক্ষেত্রে সংস্কৃত ভাষাকে মাধ্যম হিসেবে শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন।
৩. ষষ্ঠ শ্রেণী থেকে বিদ্যালয়ে কারিগরী বিদ্যা বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
৪. স্নাতক স্তর তিন থেকে চার বছর পর্যন্ত হতে পারে, এক্ষেত্রে শিক্ষার্থীরা দুই বছরের জন্য ডিপ্লোমা অথবা B.Tech ডিগ্রী ও করতে পারেন। তবে সার্টিফিকেটের জন্য নূন্যতম এক বছরের কোর্স বাধ্যতামূলক।
৫. স্নাতক স্তরে শিক্ষার্থীরা প্রয়োজন মত বিরতি নিয়ে পুনরায় একই কোর্স শুরু করতে পারবেন।
৬. শিক্ষাব্যবস্থাকে সহজ করার উদ্দেশ্যে জাতীয় শিক্ষা নীতি অনলাইন শিক্ষাব্যবস্থার ( e-learning) উপর জোর দিয়েছে।
৭. ২০৩০ এর মধ্যে প্রত্যেক জেলার মধ্যে অন্তত একটি মাল্টিডিসিপ্লিনারি HEI (Higher Education Institution) তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আজকের কারেন্ট অ্যাফেয়ার্স  প্রশ্নোত্তর

বৃহস্পতিবার নতুন শিক্ষানীতি সম্পর্কিত একটি খসড়া জারি করে শিক্ষা মন্ত্রক। প্রাক্তন ইসরোর প্রধান কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গনের নেতৃত্বাধীন এক বিশেষ কমিটি এই খসড়া জারি করেছিল। খসড়ায় উল্লেখিত, চার বছরের কোর্সে নবম থেকে দ্বাদশ পর্যন্ত শিক্ষার্থীদের মোট ৪০ টি বিষয়ের পরীক্ষা দিতে হবে, যার মধ্যে কিছু পরীক্ষা বোর্ড ও বাকি পরীক্ষাগুলি স্কুল নেবে।

প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যে নতুন জাতীয় শিক্ষানীতির গোড়াপত্তন করতে বিরোধ প্রকাশ করলেও, শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্য বিশ্ববিদ্যালয় গুলিকে নতুন শিক্ষানীতি সম্পর্কিত কিছু বিধি নিষেধ মেনে চলার নির্দেশিকা জারি করেছে। প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতির ক্রেডিট বেসড সিস্টেম ও চার বছরের স্নাতক বিষয় দুটি রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে প্রেরিত এমনটাই সূত্রের খবর।

জাতীয় শিক্ষা নীতি 2020 pdf

নতুন জাতীয় শিক্ষা নীতিতে ঠিক কি কি বলা হয়েছে, শিক্ষায় কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে আমরা টা আগেই উল্লেখ করেছি। তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে শিক্ষা নীতি প্রকাশ করে হয়েছে তার পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হলো-

জাতীয় শিক্ষা নীতি pdf: Download Now

তবে নতুন জাতীয় শিক্ষানীতি (NEP) এখনও পর্যন্ত পূর্ণতা লাভ করেনি। এ বিষয়ে দ্রুত আপডেট পেতে Exam Bangla ফলো করুন।

NEP

Related Articles