নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে গ্রুপ-সি সহ বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন। Netaji Subhas Institute of Technology Group C Recruitment 2021.
পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ- মোট ৩৫ টি। (UR- ১৫, EWS- ০৪, SC- ০৪, ST- ০৩,OBC- ০৯)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করা গতি থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ – ৬৩২০০ টাকা।
পদের নাম- জুনিয়াস স্টেনো
শূন্যপদ- মোট ১০ টি। (UR- ০৪, EWS- ০১, SC- ০১, ST- ০১,OBC- ০৩)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে ৮০ টি শব্দ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ তোলার গতি থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।
গ্রামীণ ডাক সেবক নিয়োগ- ক্লিক করুন
পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ- মোট ০৮ টি। (UR- ০৫,SC- ০১,OBC- ০২)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ।
বেতন- প্রতিমাসে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।
পদের নাম- লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ- মোট ০২ টি। (OBC- ০২)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ, সঙ্গে যেকোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সাইন্স বিষয়ে কোর্স করে থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।
পদের নাম- জুনিয়র মেকানিক
শূন্যপদ- ২১ টি। (UR- ০৭, EWS- ০৩, SC- ০১, ST- ০২,OBC- ০৮)
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট ট্রেডে ইঞ্জিনিয়ারিং পাশ।
বেতন- প্রতিমাসে ১৯,৯৯০ – ৬৩,২০০ টাকা।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার
শূন্যপদ- মোট ০১ টি। (UR- ০১)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ তোলার গতি থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৯,৯৯০ – ৬৩,২০০ টাকা।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
WB স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন পদ্ধতি- ক্লিক করুন
পদের নাম- হেড ক্লার্ক
শূন্যপদ- ০৭ টি। (UR- ০৫, SC- ০১, OBC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ, সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ তোলার গতি থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা।
পদের নাম- জুনিয়র প্রোগ্রামার
শূন্যপদ- মোট ১৩ টি। (UR- ০৬,EWS- ০১,SC- ০২,ST- ০৩)
শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রী (MCA) অথবা Computer science/ IT/ Software Engineer বিষয়ে M.Tech ডিগ্রী থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
বয়স- উপরোক্ত তিনটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
প্রতিক্ষেত্রে বয়স হিসাব করতে হবে ১ জুন, ২০২১ তারিখের হিসাবে। এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। www.nsut.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৩১/০৭/২০২১
বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ- ক্লিক করুন
আবেদন ফি- গ্রুপ-সি পদগুলির ক্ষেত্রে, আবেদন ফি বাবদ 400 টাকা এবং প্রসেসিং ফি বাবদ ৮০0 টাকা মোট 1200/- টাকা জমা দিতে হবে। গ্রুপ-বি পদের ক্ষেত্রে, আবেদন ফি বাবদ 1000 টাকা এবং প্রসেসিং ফি বাবদ 1000 টাকা মোট 2000/- টাকা জমা দিতে হবে। SC/ ST/ PWD শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে গ্রুপ-সি ও গ্রুপ-বি পদগুলিতে আবেদন করার জন্য কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না, কিন্তু প্রসেসিং ফি বাবদ যথাক্রমে ৮০0 টাকা এবং 1000 টাকা জমা দিতে হবে।
নিয়োগের স্থান- নতুন দিল্লি। আবেদনে আগ্রহী হয়ে থাকলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন।