চাকরির খবর

নেতাজী সুভাষ বিশ্ববিদ্যালয়ে প্রফেসর নিয়োগ, ১৭ আগস্ট পর্যন্ত চলবে আবেদন

Advertisement

নেতাজী সুভাষ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মসংস্থানের সুযোগ থাকে প্রায়শই। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No.- NSUT/FACULTY/2023/01

পদের নাম- Professor, Assistant Professor, Associate Professor
মোট শূন্যপদ- ৩২২ টি। (UR- ৯৫ টি, EWS- ২৯ টি, SC- ৪৭ টি, ST- ৩২ টি, OBC- ১১৯ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E./ B.Tech./ B.S. এবং M.E./ M.Tech./ M.S. অথবা Integrated M.Tech. বা MBA/ M.COM ইত্যাদি বিষয়গুলিতে নূন্যতম ৫৫% নাম্বার নিয়ে স্নাতকোত্তর পাশ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে Ph.D. ডিগ্রী থাকলেও আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা।
মাসিক বেতন- বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো অনুযায়ী ৫৭,৭০০/- টাকা থেকে ২,১৮,২০০/- টাকা।

চাকরির খবরঃ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর নিয়োগ

বয়সসীমা- আবেদন করার ক্ষেত্রে Professor পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে, Assistant Professor পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে এবং Associate Professor পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি- আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটের (www.nsut.ac.in) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের হার্ড কপি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে জমা করতে হবে আবেদনকারীদের। অনলাইনে আবেদন জানানোর সময় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে চাকরিপ্রার্থীদের। সংশ্লিষ্ট নথিগুলির হার্ড কপি জমা করতে হবে আবেদনকারীদের।

আবেদন ফি- সাধারণ, ইডাব্লিউএস এবং ওবিসি জাতিভুক্ত প্রার্থীদের এককালীন ২০০০/- টাকা, তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থীদের এককালীন ১০০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একাউন্টে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The Registrar, Netaji Subhas University of Technology, Azad Hind Fauj Marg, Sector-3, Dwarka, New Delhi- 110078

আবেদনের শেষ তারিখ- ১৭ আগস্ট, ২০২৩।

চাকরির খবরঃ রাজ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ

নেতাজী সুভাষ বিশ্ববিদ্যালয়ে প্রফেসর নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles