মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালো মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই বদলে যাচ্ছে পাঠ্যবই। অতি শীঘ্রই সেই নতুন বই হাতে পাবেন পরীক্ষার্থীরা। বেশ কিছু দিন ধরেই মাধ্যমিকের বই বদলের কথা চলছিল। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, নতুন বই আনা হলেও সিলেবাস একই থাকছে। আপাতত মাধ্যমিক পাঠ্যক্রমে কোনো বদল আনছে না রাজ্য।
আগের বছরের মাধ্যমিকে বেশ কিছু প্রশ্ন নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। যেমন, একটি স্কুলের টেস্ট পরীক্ষায় ‘আজাদ কাশ্মীর’ শব্দবন্ধনী নিয়ে শুরু হয় জোরদার তরজা। পর্ষদের তরফে বক্তব্য, বহু দিন নবম-দশম শ্রেণীর বইগুলির রিভিউ হয়নি। তাই এবার ত্রুটি বিচ্যুতি সরিয়ে নতুন মলাটে মাধ্যমিক পাঠ্যক্রমকে সাজাতে চায় রাজ্য। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তক ও নবম-দশম শ্রেণীর বাংলা, অঙ্ক ও ইংরেজি বই বিনামূল্যে দেওয়া হয়। ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল বই বাইরে থেকে কিনতে হয় পড়ুয়াদের। এই বইগুলির রিভিউ হয়নি ২০১৭ সালের পর থেকেই। যা নিয়ে এবার ভাবছে পর্ষদ। আর সেই পরিকল্পনা মাফিক পাঠ্যবই পরিমার্জন করে নতুন টেক্সট বুক আসতে চলেছে আগামী শিক্ষাবর্ষের আগেই।
আরও পড়ুনঃ এগিয়ে এলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা
সূত্রের খবর, আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ও বাংলা ব্যাকরণ এই পাঁচটি বিষয়ের নতুন বই পাবেন নবম দশম শ্রেণীর পড়ুয়ারা। সূত্রের খবর, সংশ্লিষ্ট বিষয়গুলির বিভিন্ন প্রকাশনীর মোট ১৫০টি পুরনো বই নিয়ে পর্ষদ প্রয়োজনীয় পরিমার্জনার নির্দেশ-সহ নতুন টেক্সট বুক নম্বর দিয়েছে। শীঘ্রই এই বইগুলির পরিমার্জনার কাজ শেষ হবে বলে খবর। অতএব আর কিছুদিনের মধ্যেই নতুন বই পাবেন পড়ুয়ারা।