রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে এবার স্বাস্থ্য কমিশনের ধাঁচে বেসরকারি স্কুল গুলিকে নিয়ন্ত্রণ করতে শিক্ষা দপ্তরে আসতে চলেছে নয়া কমিশন। নবান্ন সূত্রে খবর, বুধবার মুখ্যসচিবকে এহেন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার রাজ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এ বসেছিলেন মুখ্যমন্ত্রী। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের সব দপ্তরের মন্ত্রী, সচিব ও জেলাশাসকরা। সূত্রের খবর, মিটিংয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, রাজ্যের বেসরকারি স্কুলগুলি সরকারের বহু নির্দেশ মানছে না। যেমন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যে সাত দিনের গরমের ছুটি দিয়েছিলেন, সেই ছুটি মানেনি রাজ্যের বহু বেসরকারি বিদ্যালয়। এরপরই মুখ্যসচিবের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, বেসরকারি স্কুলগুলির নিয়ন্ত্রণ স্বার্থে শিক্ষা কমিশন গঠন করা সম্ভব কিনা তা খতিয়ে দেখতে।
আরও পড়ুনঃ স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স পদে চাকরির সুযোগ
সূত্রের খবর, অতি শীঘ্রই মুখ্যসচিব সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এই শিক্ষা কমিশনের অধীনে কোন কোন বিষয়গুলি নজরে রাখা হবে, কারা সদস্য হবেন, সে বিষয়ে আলোচনা হতে পারে। প্রসঙ্গত, এর আগে বেসরকারি বিদ্যালয় গুলির ফি বৃদ্ধির প্রতিবাদে বারবার অভিযোগ তুলেছেন অভিভাবকরা। এছাড়া সাত দিনের গরমের ছুটি দেওয়ার জন্য রাজ্যের আইসিএসই ও সিবিএসই বোর্ডের স্কুলগুলিকে আবেদন জানানো হলেও বহু জায়গায় দেখা গিয়েছে খোলা রয়েছে বেসরকারি স্কুলগুলি। তাই এবার স্কুলগুলিকে নিয়ন্ত্রণে রাখতে নয়া সিদ্ধান্ত গ্রহণের পথে রাজ্য।