শিক্ষার খবর

তৃতীয় বর্ষে ছাড়তে পারবেন চার বছরের অনার্স কোর্স! বড় সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ

Advertisement

চলতি শিক্ষাবর্ষ থেকে রাজ্যে চালু হতে চলেছে চার বছরের অনার্স কোর্স। এই স্নাতক কোর্সের বিভিন্ন সুযোগ সুবিধাগুলির মধ্যে একটি হল ‘এক্সিট’ অপশনের প্রাপ্যতা। চাইলে তিন বছরের পঠনপাঠনের পর অনার্স কোর্স ছাড়তে পারবেন পড়ুয়ারা। রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি যখন এই ‘এক্সিট’ অপশন চালুর সিদ্ধান্তে ধন্দে রয়েছে, সেই আবহে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হল, রাজ্যে চালু হতে চলা ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট সিস্টেমে ‘এক্সিট’ অপশন রাখছে বিশ্ববিদ্যালয়। যথারীতি এর ফলে উপকৃত হবেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

ইউজিসির নির্দেশিকা অনুসারে চার বছরের অনার্স কোর্স সম্পূর্ণ করলে মিলবে ‘অনার্স উইথ রিসার্চ ডিগ্রি’। তবে এই ডিগ্রি নির্ভর করছে পড়ুয়ার ছয়টি সেমিস্টারের রেজাল্টের উপর। পাশাপাশি, যাঁরা ‘অনার্স উইথ রিসার্চ ডিগ্রি’ পাবেন ও যাঁরা চার বছরের অনার্স কোর্স কমপ্লিট করবেন, তাঁরা এক বছরের স্নাতকোত্তর করার সুযোগ পাবেন। প্রেসিডেন্সির তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ চায় স্নাতক কোর্স চার বছরেই সম্পন্ন করুক পড়ুয়ারা। তাতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সামঞ্জস্য বজায় থাকবে। এরপরেও যাঁরা তিন বছরে স্নাতক সম্পন্ন করতে চাইবেন, তাঁরা তৃতীয় বর্ষে ছাড়তে পারবেন চার বছরের অনার্স কোর্স।

আরও পড়ুনঃ জুলাই মাসেই শুরু হবে কলেজে ভর্তির প্রক্রিয়া

প্রসঙ্গত, কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, আপাতত অনার্স কোর্সের এক্সিট অপশন রাখা হচ্ছে না সেখানে। চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ও। তবে পরিকাঠামোর দিকটি বিবেচনা করে পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তৃতীয় বর্ষে ছাড়তে পারবেন চার বছরের অনার্স কোর্স

Related Articles