২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনে কিছু পরিবর্তন করা হলো। গত নভেম্বর মাসে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ দিনক্ষণ প্রকাশ করা হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছিলেন। কিন্তু বিশেষ এক কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তন করা হল।
উচ্চমাধ্যমিক নতুন রুটিন 2022
এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে হোম সেন্টারেই। অর্থাৎ পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে পূর্ব প্রকাশিত পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা হবে না। পূর্বঘোষিত রুটিন অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২ এপ্রিল, এবং শেষ হওয়ার কথা ছিল ২০ এপ্রিল। কিন্তু নতুন পরীক্ষা সূচী অনুযায়ী পরীক্ষা ২ এপ্রিল শুরু হলেও শেষ হবে ২৬ এপ্রিল।
কেন্দ্রীয় সরকারের জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার সুচী ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন মিলে যাওয়ায় তৈরি হয়েছিল জটিলতা। কারন পশ্চিমবঙ্গের অধিকাংশ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। যদি উভয় পরীক্ষার দিন একই হয় তাহলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তাই পড়ুয়াদের অসুবিধা দূর করতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন পরীক্ষা সূচি প্রকাশ করা হয়েছে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন-
মোট ৪ দিনের পরীক্ষা সূচীতে পরিবর্তন হয়েছে।
১৩ এপ্রিলের বদলে পরীক্ষা হবে ১৮ এপ্রিল
১৬ এপ্রিলের বদলে পরীক্ষা হবে ১৩ এপ্রিল
১৮ এপ্রিলের বদলে পরীক্ষা হবে ২৫ এপ্রিল
২০ এপ্রিলের বদলে পরীক্ষা হবে ২৬ এপ্রিল
H.S. Routine Download: Click Here
বাকি দিনগুলি পূর্বের ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে। বাকি দিনগুলিতে কোনো পরিবর্তন হয়নি।
উচ্চ মাধ্যমিক রুটিন 2023 | |
তারিখ | বিষয় |
14 মার্চ, 2023 (মঙ্গলবার) | বাংলা(A), ইংলিশ(A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি |
16 মার্চ, 2023 (বৃহস্পতিবার) | ইংলিশ (B), বাংলা (B), হিন্দি(B), নেপালি(B), অল্টারনেটিভ ইংলিশ |
17 মার্চ, 2023 (শুক্রবার) | হেলথকেয়ার, অটোমোবাইল, অরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আই টি এবং আই.টি.ই.এস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজিম, হসপিটালিটি, পাম্বলিং, কন্সট্রাকশন, ভোকেশনাল সাবজেক্ট |
18 মার্চ, 2023 (শনিবার) | বায়োলজিক্যাল সাইন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সাইন্স |
20 মার্চ, 2023 (সোমবার) | গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, এগ্রোনোমি, ইতিহাস। |
21 মার্চ, 2023 (মঙ্গলবার) | কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস |
22 মার্চ, 2023 (বুধবার) | কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি |
23 মার্চ, 2023 (বৃহস্পতিবার) | পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, একাউন্টান্সি |
24 মার্চ, 2023 (শুক্রবার) | ইকোনমিক্স |
25 মার্চ, 2023 (শনিবার) | রসায়নবিদ্যা, জার্নালিজমস এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ |
27 মার্চ, 2023 (সোমবার) | স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট |