চাকরির খবর

শিক্ষা প্রতিষ্ঠানে নারী সুরক্ষায় উদ্যোগ ইউজিসির, নিয়ম ভঙ্গ হলে শাস্তি

Advertisement

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সম্প্রতি সমস্ত কলেজ এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মহিলাদের সুরক্ষার্থে সুস্থ পরিবেশ প্রদান করতে একগুচ্ছ নতুন গাইডলাইন জারি করেছে। ওই গাইডলাইনে সমস্ত মানুষের জন্য বিশেষ করে নারীদের জন্য সুরক্ষিত নিরাপত্তা এবং হিংসাবর্জিত পরিবেশ সৃষ্টি করার জন্য যে ইউজিসি বদ্ধপরিকর তা স্পষ্ট‌ বলা হয়েছে।

বিভিন্ন সময় বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মহিলাদের উপর সরাসরি আক্রমণ এবং অন্যান্য নানাভাবে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করা হয়। যার প্রভাব তাদের জীবন, পড়াশোনা এবং পরিবারের উপর পড়ে। এই সমস্যা সমাধানে ইউজিসি একগুচ্ছ গাইডলাইন জারি করেছে সম্প্রতি। ভাইস চ্যান্সেলর, রেজিস্টার, প্রিন্সিপাল, অশিক্ষক কর্মচারী, পড়ুয়া, গবেষক এবং সর্বোপরি শিক্ষক-শিক্ষিকা প্রভৃতি সমস্ত বিভাগের কর্মীদের সুরক্ষিতভাবে কাজ করতে দেওয়াই এই গাইড লাইনের প্রধান লক্ষ্য এবং সেইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে নারী পুরুষের ভেদাভেদকে চিরতরে নির্মূল করতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সময়ই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের একটি করে হ্যান্ডবুক দেওয়া হবে। সেখানে লেখা থাকবে সমস্ত নিয়ম কানুন। এমনকি সেই হ্যান্ড বুকে সমস্ত হেল্পলাইন নম্বর যথা অ্যান্টি রিগিং সেল, মেডিকেল ইমার্জেন্সি, স্বাস্থ্যকেন্দ্র, ক্যান্টিন ও অন্যান্য প্রয়োজনীয় ফোন নম্বর দেওয়া থাকবে। যেকোনো পরিস্থিতিতে পড়ুয়ারা যেন উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারে তার জন্য ব্যবস্থা থাকবে ঐ নোট বুকে। মহিলাদের সুরক্ষার জন্য উপযুক্ত এবং পর্যাপ্ত মহিলা কর্মীও প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে।

Primary TET Practice Set: Click Here

এছাড়াও প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে তা হলো:-
১) সম্পূর্ণ ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরার পরিষেবা থাকতে হবে।
২) প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টার্নাল কমপ্লেন্ট কমিটি থাকতে হবে।
৩) মহিলাদের জন্য আলাদা হোস্টেল থাকতে হবে এবং সেখানেও সুরক্ষার দিকটি সম্পূর্ণরূপে দেখার দায়িত্ব কর্তৃপক্ষের। সর্বোপরি শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষা বিষয়ে রিপোর্ট জমা করতে হবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির যদি নিজস্ব কোন উপদেশ থাকে, তবে তা আগামী ১৪ই নভেম্বরের মধ্যে ইউজিসিকে জানানোর জন্যও বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

Related Articles