চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যে নতুন করে WBCS নিয়োগ, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

চাকরী প্রার্থীদের জন্য বড় সুখবর। এইমাত্র বিশাল ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ২৩ জুন নবান্নে পুলিশ কর্মীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই তিনি রাজ্যের সর্বোচ্চ আধিকারিক নিয়োগের পরীক্ষা তথা ডব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।

Exam Bangla Publication Book

এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরোও সুস্থির রাখতে নতুন বহু অফিসার নিয়োগ হবে। এছাড়া যেহেতু জেলার সংখ্যা বেড়েছে তাই প্রয়োজন অনেক বেশি WBCS এক্সিকিউটিভ এবং ডি.এস.পি’র। তাই ২০০ করে WBCS(EXE.) ও WBPS নিয়োগ করা হবে বলে জানান তিনি। এছাড়া ডাব্লিউবিপিএস থেকে আইপিএস -এ পদোন্নতির ক্ষেত্রে ২০১৯, ২০২০, ২০২১ সালের প্রস্তাবকে চূড়ান্ত করে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক এবং ইউপিএসসি বিধি মেনে দ্রুত নিয়োগ ব্যবস্থাকে কার্যকরী করার কথাও তিনি এদিন বলেন।

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ- সি কর্মী নিয়োগ

[quads id=10]

এদিনের বৈঠকে রাজ্য পুলিশের ৬ জন অ্যাডিশনাল এস.পি’কে, এস.পি পদে এবং ৬ জন ডি.এস.পিকে অ্যাডিশনাল এস.পি পদে পদোন্নতির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ.এস.পি’কে ২৫০০ টাকা এবং এস.ডি.পি.ও’দের ২ হাজার টাকা বাড়তি ভাতা দেওয়ার কথাও বলেন তিনি। পুলিশের পোশাক কেনার জন্য আগে মাত্র ২০০ টাকা করে দেওয়া হতো। এদিনের ঘোষণায় তা বাড়িয়ে বছরে ১৫ হাজার টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

WBCS Answer Key 2022 Download

রাজ্যে জেলার সংখ্যা বাড়ার কারনে বাড়তি অফিসার নিয়োগের ঘোষণা নিঃসন্দেহে ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের মনে আশা জোগাচ্ছে। সূত্র মতে, এই ঘোষণার কারনে ২০২২ এবং পরবর্তীকালের ডব্লিউবিসিএস পরীক্ষার আসন সংখ্যায় যথেষ্ট বৃদ্ধি ঘটতে পারে।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ