শিক্ষার খবর

রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Advertisement

রাজ্যের শিক্ষার জগতে আরোও এক মুকুট যুক্ত হলো। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢুকে পড়লো রাজ্যের দুই নামকরা বিশ্ববিদ্যালয়। এদিন দেশের সেরা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্রম তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। প্রকাশিত ক্রম তালিকা অনুযায়ী, দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা অর্জন করেছে আইআইএসসি বেঙ্গালুরু। চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং অষ্টম স্থানে রয়েছে কোলকাতা বিশ্ববিদ্যালয়। উক্ত তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের নাম।

এই খবরে কার্যত উচ্ছসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বেশ আবেগপূর্ণ এক ট্যুইট করেন এদিন। উক্ত ট্যুইটে লেখেন, “এন.আই.আর.এফ র‌্যাঙ্কিং -এ রাজ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজের মধ্যে দেশে অষ্টম স্থানে রয়েছে কোলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের আমার শুভেচ্ছা।”

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা সচিবকে তলব

সেই সঙ্গে এদিন দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটি সার্বিক তালিকাও প্রকাশিত হয়েছে কেন্দ্র। যে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলার আইআইটি খড়্গপুর। প্রথম স্থানে রয়েছে তামিলনাড়ুর আইআইটি মাদ্রাজ। এছাড়াও দেশের সেরা কলেজের তালিকায় প্রথম দশে নাম রয়েছে কোলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীরা এই খবরে বেশ খুশি। ভবিষ্যতে আরোও ভালো কিছু করার জন্য আশার আলো দেখছেন প্রতিষ্ঠানের পড়ুয়ারা।

Related Articles