সোমবার ‘ইন্ডিয়া র্যাঙ্কিং 2023’ (ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা NIRF 2023) প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এই র্যাঙ্কিংয়ে সারা দেশে ইঞ্জিনিয়ারিংয়ে সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম দশে জায়গা করে নিয়েছে আইআইটি খড়গপুর। সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থান ধরে রেখেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অন্য দিকে, জাতীয় র্যাঙ্কিংয়ে পিছিয়ে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
সোমবার প্রকাশিত জাতীয় র্যাঙ্কিংয়ে মোট বারো বিভাগের তালিকা প্রকাশ করেছে এনআইআরএফ (NIRF)। এই তালিকায় রয়েছে বিশ্ববিদ্যালয়, কলেজ, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, ডেন্টাল, ফার্মাসি, ল, এবং ম্যানেজমেন্ট বিভাগ। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পড়াশোনার মান, শিখন পদ্ধতি, পরিকাঠামো, ইত্যাদির উপর ভিত্তি করে এই র্যাঙ্ক তালিকা প্রস্তুত করা হয়েছে। জাতীয় র্যাঙ্কিংয়ে সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিংয়ের সেরা দশে আইআইটি খড়গপুর, ম্যানেজমেন্টে প্রথম চারে আইআইএম কলকাতা। এছাড়া, সেরা কলেজের তালিকায় প্রথম দশে জায়গা পেয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ ও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া)।
আরও পড়ুনঃ দেশের মধ্যে চতুর্থ সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর
অন্যদিকে, জাতীয় র্যাঙ্কিংয়ে এবছর ১২ তম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। আগের বছরের স্কোর ছিল যেখানে ৬২.২৩, এ বছরে তা নেমেছে ৬১.১৪ তে। সেরা দশের তালিকা থেকে রাজ্যের অন্যতম ঐতিহ্যশালী কলকাতা বিশ্ববিদ্যালয় ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে। কোথায় ত্রুটি রয়েছে, তা অনুসন্ধান করার বার্তা এসেছে। উল্লেখ্য, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে বিশ্বভারতী এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় একধাপ উন্নতি করেছে।