পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলা আদালতের অফিস থেকে গ্রুপ সি পদে একাধিক কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা কম্পিউটার বিষয়ে দক্ষ হওয়ার পাশাপাশি যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তারা অবশ্যই এই পদে আবেদন জানাতে পারবেন। জেলা আদালতের বিচারপতির অফিস থেকে প্রকাশিত এই নোটিফিকেশন অনুসারে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তাই অবশ্যই ইচ্ছুক চাকরি প্রার্থীরা শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ে নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিশদে জেনে নিন।
পদের নাম- স্টেনোগ্রাফার (গ্রেড III)।
শূন্যপদের সংখ্যা- ১৯ টি।
বয়স সীমা- ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম দিনের হিসাবে প্রতিটি চাকরি প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। এক্ষেত্রে সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের যথাযথ পরিমাণ বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতনের পরিমাণ- সরকারি বেতনক্রম ১০ অনুসারে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকার মধ্যে বেতন পাবেন।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন
শিক্ষাগত যোগ্যতা- উল্লেখিত পদে আবেদনের ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী পাস করে থাকতে হবে। এর পাশাপাশি আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সাধারণ কম্পিউটারের জ্ঞান এবং প্রতি মিনিটে ১০০ টি শব্দ হিসাবে শর্টহ্যান্ডের স্পিড এবং ৩০ টি শব্দ প্রতি মিনিট হিসাবে টাইপিং স্পিড থাকতে হবে। যে সমস্ত প্রার্থীদের কাছে শর্টহ্যান্ড এবং কম্পিউটারের বেসিক কোর্সের সার্টিফিকেট রয়েছে, তারাই এই পদে আবেদন জানাতে পারবেন।
নিয়োগ পদ্ধতি- উত্তর ২৪ পরগনার জেলা আদালতের পক্ষ থেকে প্রথমে একটি অবজেক্টিভ লিখিত পরীক্ষা এবং শর্ট এন্ড টাইপিং পরীক্ষা নেওয়া হবে। উভয় পরীক্ষা একই দিনে একই সাথে আয়োজিত করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করে পরবর্তী ধাপে অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রণ জানানো হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ এ যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি- www.n24pgscourtrecruit.in -এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিয়োগের জন্য আবেদন পত্রটি প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দেবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি ইচ্ছুক চাকরি প্রার্থীকে ০২/০৩/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করে দিতে হবে। আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি হোস্টেলে সুপারিন্টেন্ডেন্ট নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা
গুরুত্বপূর্ণ তথ্যঃ চাকরি প্রার্থীরা এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এবং পরবর্তী আপডেট বিশদে জানার জন্য অবশ্যই www.n24pgscourtrecruit.in বা https://north24parganas.dcourts.gov.in/ -ওয়েবসাইট গুলি নিয়মিতভাবে দেখে নেবেন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.