চাকরির খবর

রাজ্যে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৯ জুলাই পর্যন্ত

Advertisement

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন পদে নিয়োগ করা হবে, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদন।

পদের নাম-‌ BDSP (Business Development Service Provider)
মোট শূন্যপদ- ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে। (বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী)।

চাকরির খবরঃ ভারতীয় ডাক বিভাগে পোস্ট ম্যান নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে সংশ্লিষ্ট ব্লক অফিসের ঠিকানায় পাঠাতে হবে। এবং সংশ্লিষ্ট ব্লক অফিসের নির্দিষ্ট ইমেল আইডিতেও আবেদনপত্র ও সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে পিডিএফ আকার পাঠাতে হবে।
আবেদন করার শেষ তারিখ- ইচ্ছুক প্রার্থীরা ২৯ জুলাই ২০২২ তারিখ বিকাল ৫ টার মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা-
Amdanga Development Block- To the Block Development Officer, Amdanga Development Block, Rafipur, Arkhali Amdanga, Amdanga, North 24 Parganas- 743221
Email ID- amdanga@gmail.com

Habra- I Developement Block- To the Block Development Officer, Habra- I Developement Block, Parfulla Nagar, Habra, Pin- 743268.
Email ID- bdohabra1@gmail.com

চাকরির খবরঃ রাজ্যে ক্লার্ক ও গ্রুপ- ডি কর্মী নিয়োগ

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
৫) যুক্ত থাকা SHG দলের বিবরণ।

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Related Articles