চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের কলেজে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

রাজ্যের সরকারি কলেজে গ্রূপ-সি ও গ্রূপ- ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। কষ্ট করে কোন হাতে লেখা পরীক্ষা নয়, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। নিয়োগ করা হবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (গ্রূপ-সি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক এবং সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন (CCA) কোর্স করে থাকতে হবে।

চাকরির খবর: কলকাতা পুলিশে ২৫০০ শূন্যপদে নিয়োগ

পদের নাম- ল্যাব এটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক পাশ। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

[quads id=10]

চাকরির খবর: উচ্চ মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ

আবেদন পদ্ধতি- এই পদগুলির জন্য আলাদা করে আবেদন করতে হবে না। ইন্টারভিউ -এর দিন নিজের সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। আবেদনপত্রের ফরম্যাট ডাউনলোড করতে পারবেন www.wbhealth.gov.in এবং www.nbmch.ac.in এই ওয়েবসাইট থেকে।

ইন্টারভিউ তারিখ ও সময়- ১৫/০৬/২০২১ তারিখ সকাল ১১ টা। ইন্টারভিউ হবে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের ঠিকানায়।

[quads id=10]

চাকরির খবর: ITI পাশে রাজ্যে চাকরির সুযোগ

ইন্টারভিউতে কি কি লাগবে-
• বয়সের প্রমাণপত্র।
• মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক এর মার্কশিট।
• কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
• সেল্ফ অ্যাটেস্টেড করার পাসপোর্ট সাইজ ফটো।
• সমস্ত ডকুমেন্টস এর উপরে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে।

চাকরির খবর: খড়গপুর আইআইটি -তে কর্মী নিয়োগ

উপরোক্ত সমস্ত ডকুমেন্টস গুলো ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে।

Official Notification

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ