রাজ্যের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে এক জন করে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- গেস্ট টিচার।
মোট শূন্যপদ- ৪ টি।
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো হলো- বাংলা, ইংরেজি, সংস্কৃতি ও ভূগোল।
শিক্ষাগত যোগ্যতা- UGC/ State Government -এর নিয়ম অনুযায়ী।
চাকরির খবরঃ নভেম্বর মাসের সমস্ত চাকরির খবর
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান- Office of the Coordinator, N.B.U, Jalpaiguri Campus, Jalpaiguri- 735101.
ইন্টারভিউয়ের তারিখ-
Bangla- ২২ নভেম্বর, ২০২২ সকাল ১১ টা। (রিপোর্টিং টাইম- সকাল ১০ টা)
English- ১৭ নভেম্বর, ২০২২ সকাল ১১ টা। (রিপোর্টিং টাইম- সকাল ১০ টা)
Geography- ১৮ নভেম্বর, ২০২২ সকাল ১১ টা। (রিপোর্টিং টাইম- সকাল ১০ টা)
Sanskrit- ২৫ নভেম্বর, ২০২২ সকাল ১১ টা। (রিপোর্টিং টাইম- সকাল ১০ টা)
Official Notification: Download Now
Official Website: Click Here