রাজ্যের একটি চিড়িয়াখানার বিভিন্ন পদে চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- Project Research Fellow / Project Research Assistant
মোট শূন্যপদ- ৩ টি। (Project Research Fellow-1 , Project Research Assistant-2)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাইফ সাইন্স, জুওলজি, ওয়াইল্ড লাইফ সাইন্স বা কনভারসেশন বায়োলজিতে M.sc করা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৩০ বছরের উর্ধ্বে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ২২,৪০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ- সি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অফলাইন বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইনের ক্ষেত্রে নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। অনলাইনের ক্ষেত্রে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে dirnbwap@gmail.com ইমেইল করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To the Director, North Bengal Wild Animals Park, (Bengal Safari) 5th Mile, Sevoke Road, Salugara , Siliguri- 734008
নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের স্থান- To the Director, North Bengal Wild Animals Park, (Bengal Safari) 5th Mile, Sevoke Road, Salugara , Siliguri- 734008
ইন্টারভিউয়ের তারিখ- ২৬ আগস্ট ২০২২ তারিখ সকাল ১১ টার মধ্যে ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত হতে হবে।
চাকরির খবরঃ সরকারি কলেজে নন টিচিং স্টাফ নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here
Apply Now: Click Here