রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কেবল অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের মিউনিসিপালিটি অফিসে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে উত্তর দমদম মিউনিসিপ্যালিটি -তে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ- মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ও আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত আলোচনা। বিজ্ঞপ্তি নং NDDM/ ESTT/ 4517
পদের নামঃ মজদুর, পিওন, হেল্পার, এম্বুলেন্স এটেনডেন্ট ও জিডিএ (GDA)।
শূন্যপদের সংখ্যাঃ মোট ৬০ টি।
পদের নাম- মজদুর।
শূন্যপদ- 37 টি [UR- 8, UR (EC)- 7, UR (PWD)- 1, UR (MSP)- 1, SC- 4, SC (EC)- 4, SC (EXSM)- 1, ST- 1, ST (SC)- 1, ST (EXSM)- 1, OBC A- 1, OBC A (EXSM)- 1, OBC B- 1, OBC B (EC)- 1, OBC B (EXSM)- 1].
বেতন- পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- মজদুর পদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
বয়সসীমা- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
পদের নাম- পিওন।
শূন্যপদ- 9 টি [UR- 1, UR (EC)- 1, UR (EXSM)- 1, UR (PWD)- 1, SC- 1, SC (EC)- 1, ST- 1, OBC A- 1, OBC B- 1].
বেতন- পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
বয়সসীমা- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
পদের নাম- হেল্পার।
শূন্যপদ- 9 টি [UR- 1, UR (EC)- 1, UR (EXSM)- 1, UR (PWD)- 1, SC- 1, SC (EC)- 1, ST- 1, OBC A- 1, OBC B- 1].
বেতন- পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
বয়সসীমা- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
পদের নাম- অ্যাম্বুলেন্স এটেনডেন্ট।
শূন্যপদ- 1 টি (UR)
বেতন- পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। আবেদনকারীকে শারীরিকভাবে ক্ষমতাশালী হতে হবে।
বয়সসীমা- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ক্লার্ক পদে নিয়োগ
পদের নাম- জিডিএ (GDA).
শূন্যপদ- 4 টি [UR- 1, UR (EC)- 1, SC- 1, ST- 1].
বেতন- পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
বয়সসীমা- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
প্রতিক্ষেত্রে বয়স হিসাব করবেন ০১/১১/২০১৮ তারিখের হিসাবে।
#নবান্ন #স্কলারশিপ ২০২১। রাজ্যের সমস্ত ছাত্র- ছাত্রীর জন্য মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের তরফ থেকে এই স্কলারশিপ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা দেখে নিন আবেদন পদ্ধতি- https://t.co/THG3lmlYPg#MamataBanerjee #WestBengalGovernment #NabannaScholarship #exambangla
— Exam Bangla (@exambangla) September 21, 2021
আবেদন পদ্ধতিঃ
আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে অফলাইনের মাধ্যমে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে উত্তর দমদম মিউনিসিপ্যালিটি অফিসের নির্দিষ্ট ড্রপবক্সে সরাসরি গিয়ে জমা দিতে হবে অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। মুখ বন্ধ খামের উপর লিখতে হবে “Application for the post of ……………………” (যে পদে আবেদন করবেন ওই পদের নাম)। আবেদনপত্র পৌঁছানো শেষ তারিখ ৩০ অক্টোবর, ২০২১ বিকেল চারটা। আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন উত্তর দমদম মিউনিসিপ্যালিটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে। পাশাপাশি এই প্রতিবেদনের নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
চাকরির খবরঃ TET পরীক্ষার আবেদন শুরু হলো
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
The chairperson, Board of administrator, North dumdum municipality, 163, M.B. Road, Birati, Kolkata- 700051.
আবেদন ফিঃ
জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে ২৫০ টাকা। এবং এসসি, এসটি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। আবেদন ফি জমা দেওয়া যাবে ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে “chairman, North dumdum municipality, Payable at Kolkata” -এর অধীনে। ব্যাংক ড্রাফটের রিসিভ কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
Official Notice: Download Now
Application form: Click Here
Official Website: Click Here