উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No.- 02/2022
পদের নাম- Scouts & Guides Quota (Level-1)
মোট শূন্যপদ- ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ ITI কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স– প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩৩ বছর পর্যন্ত। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
পদের নাম- Scouts & Guides Quota (Level-2)
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা– উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছর পর্যন্ত। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
চাকরির খবরঃ রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা ও ST/ SC/ ESM/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ২৫০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Recruitment Section, Principal Cheif Personal Officer’s Office, Northeast Frontier Railway HQ, Maligaon, Guwahati
আবেদনের শেষ তারিখ- ৩ জানুয়ারী , ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- Assam, West Bengal, Bihar
Official Notification: Download Now
Official Website: Click Here