রাজ্যে রেলওয়ে অন্তর্ভুক্ত স্কুলে কন্টাক্ট চুয়াল বেসিক বিভিন্ন টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে পুরুষ-মহিলা উভয় আবেদন করতে পারবে। নিম্নে আবেদন পদ্ধতি সম্পর্কে বিশদে আলোচনা করা হলো।
পদের নাম- পিজিটি টিচার।
মোট শূন্যপদ- ৪ টি।
যেসব বিষয় ক্ষেত্রের নিয়োগ করা হবে সেগুলি হল-
পলিটিক্যাল সাইন্স- ১ টি, ইকোনমিক্স- ১টি, ফিলোসোফি- ১ টি, হিন্দি- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ বি.এড. পাশ হতে হবে। তাছাড়া প্রার্থীদের ইংলিশ মিডিয়ামে পড়তে হবে। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে।
পদের নাম- টিজিটি টিচার।
মোট শূন্যপদ- ২২ টি।
যেসব বিষয় ক্ষেত্রে নিয়োগ করা হবে সেগুলি হল-
ফিজিকস ট্রেনিং ইনস্ট্রাক্টর- ১ টি, বায়ো সাইন্স- ৩ টি, পিওর সাইন্স- ৪ টি, হিন্দি- ৩ টি, আর্টস- ৬ টি, বেঙ্গলি- ১ টি, সোশ্যাল সাইন্স- ২ টি, ইংলিশ- ১ টি, মিউজিক- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস করতে হবে তাছাড়া প্রার্থীদের উত্তীর্ণ হতে হবে তবেই প্রার্থীদের ক্ষেত্রে আবেদনযোগ্য।
চাকরির খবরঃ ৮ হাজার শূন্যপদে গ্রূপ-সি কর্মী নিয়োগ
পদের নাম- পি.আর.টি টিচার (প্রাইমারি শিক্ষক)।
মোট শূন্যপদ- ১৩ টি।
যেসব পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে সেগুলি হল-
পি আরটি ইংলিশ মিডিয়াম / এস এস সি- ১১ টি, হিন্দি- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে প্রার্থীকে d.el.ed পাশ করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি- এইসব পদগুলির ক্ষেত্রে আলাদা করে আবেদন করতে হবে না। আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সরাসরি ইন্টারভিউ -এর দিন নির্দিষ্ট ঠিকানায় পৌছাঁতে হবে। আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন www.nrf.indianrailways.gov.in
ইন্টারভিউ এর তারিখ- ১ এপ্রিল, ২০২২।
ইন্টারভিউ স্থান- Divisional Railway Manager Lumding, Lumding, Assam 782447
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে রেশম বন্ধু পদে কর্মী নিয়োগ
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here