ভারতীয় সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভাগের বিভিন্ন পদে লোক নিয়োগ করছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই শুধুমাত্র পুরুষেরা আবেদন করতে পারবে।
পদের নাম- সিভিলিয়ান মোটর ড্রাইভার
শূন্যপদ- ২৭ টি। (GEN- 05,SC- 21)
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস। সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এবং দু চাকার গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম- ভেহিকেল মেকানিক
শূন্যপদ- ১ টি। (SC- 01)
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস।যানবাহনের নাম্বার এবং নাম ইংরেজি এবং হিন্দিতে পড়তে জানতে হবে। এইসব কাজের উপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম- ফায়ারম্যান
শূন্যপদ- ৩ টি । (SC- 01,ST- 02)
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস।
বেতন- উপরোক্ত প্রতিপদের ক্ষেত্রে প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
পদের নাম- লেবার (Labourer)
শূন্যপদ- ১০ টি। (GEN- 07,OBC- 03)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস।
পদের নাম- কার্পেন্টার
শূন্যপদ- ১ টি। (GEN- 01)
বয়স- উপরোক্ত দুটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে হতে হবে।
বেতন- উপরোক্ত দুটি পদের ক্ষেত্রে ১৮,০০০ টাকা প্রতি মাসে।
আবেদন পদ্ধতি- প্রার্থীরা অ্যাপ্লিকেশন ফর্ম একটি পূরণ করে রেজিস্টার পোস্ট / স্পিড পোস্ট/ অডিনারি পোস্ট করে পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত ডকুমেন্টস গুলি অবশ্যই দিতে হবে-
• শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
• অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট।
• ex-servicemen দের ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট।
• ড্রাইভিং লাইসেন্স।
• আধার কার্ড।
• কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।