চাকরির খবর

NPCL -এ চাকরির সুযোগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড পাবেন

Advertisement

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর। কেন্দ্রীয় সরকার অধীনস্থ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন বা এনপিসিআইএল- এ ট্রেনিং করিয়ে এক্সিকিউটিভ ট্রেনি পদের জন্য নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ- মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।

মোট শূন্যপদ- ২২৫ টি।
যে সমস্ত পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে সেগুলি হল- মেকানিক্যাল: 87 টি, কেমিক্যাল: 49 টি, ইলেক্ট্রিক্যাল: 31 টি, ইলেকট্রনিক্স: 13 টি, ইন্সট্রুমেন্টেশন: 12 টি, সিভিল: 33 টি।
বয়স- এক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৬ (UR) বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ চলছে

শিক্ষাগত যোগ্যতা-
ইঞ্জিনিয়ারিং (GATE) ২০২০/২০২১/২০২২-এ প্রাপ্ত বৈধ স্কোরের ভিত্তিতে আবেদনকারীদের ব্যক্তিগত ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হবে।
AICTE/UGC দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ডিমড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে নীচের সারণীতে উল্লিখিত 6টি ইঞ্জিনিয়ারিং শাখার একটিতে BE /B Tech / B Sc (ইঞ্জিনিয়ারিং) /৫ -বছরের ইন্টিগ্রেটেড এমটেক (M.Tech)।
ন্যূনতম ৬০ শতাংশ নম্বর মানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী নম্বর থাকতে হবে। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।
বেতন- প্রার্থীদের ট্রেনিং চলাকালীন ভাতা হিসেবে ৫৫ হাজার টাকা করে দেওয়া হবে। এর পাশাপাশি বই কেনার জন্য এককালী ১৮ হাজার টাকাও দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে। npcilcareers.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারীরা আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে ( UR,OBC,EWS)। তবে মহিলা, এসসি, এসটি-সহ আরও কয়েকটি শ্রেণির জন্য কোনও আবেদন খরচ লাগবে না।
আবেদনের শেষ তারিখ- ২৮/৪/২০২২।


নির্বাচন পদ্ধতি- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবে।

চাকরির খবরঃ বিডিও অফিসে গ্রূপ-সি কর্মী নিয়োগ

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Related Articles