JEE Main 2023: সম্প্রতি জয়েন্ট এন্ট্রান্স একজ়ামিশন (জেইই) মেন সেশন ১ পরীক্ষার সময়সূচিতে বদল আনলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। নতুন সূচিতে জানানো হয়েছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু হবে ২৪শে জানুয়ারি থেকে চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সূচি অনুসারে জেইই মেন পরীক্ষা থাকছে ২৪, ২৫, ২৯, ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি নাগাদ। এক্ষেত্রে পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে বোর্ডের ওয়েবসাইট (jeemain.nta.nic.in) এ নজর রাখতে।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রতি বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। এর আগে পরীক্ষাসূচি প্রকাশ করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। তবে সম্প্রতি পরীক্ষার দিনক্ষণে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী যেখানে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৩১শে জানুয়ারি নাগাদ সেখানে নতুন সূচি মেনে পরীক্ষা শেষ হবে ১ ফেব্রুয়ারিতে। এছাড়া নতুন পরীক্ষা সূচিতে ২৭শে ফেব্রুয়ারি কোনোও পরীক্ষা রাখা হয়নি আর ২৪শে ফেব্রুয়ারি কেবলমাত্র দ্বিতীয় শিফটের পরীক্ষা নেওয়া হবে। নতুন সূচিতে পরীক্ষা রাখা হয়েছে ২৪, ২৫, ২৯, ৩০, ৩১শে জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি নাগাদ।
আরও পড়ুনঃ মেধাশ্রী প্রকল্পে পড়ুয়ারা পাবে ৮০০ টাকা
প্রসঙ্গত, আগামী ২৪ শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে জেইই মেন সেশন ১ পরীক্ষা ২০২৩। পরীক্ষার প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা। পরীক্ষাটি নেওয়া হবে দুটি শিফটে। সূত্রের খবর, সারা দেশের ২৯০টি শহরে ও ভারতের বাইরে ২৫টি পরীক্ষা কেন্দ্রে আয়োজন করা হবে পরীক্ষার। এছাড়া সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘এক্সাম সিটি ইনফর্মেশন স্লিপ’। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।