সম্প্রতি এনটিএ-এর তরফে জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। সেখানে ইউজিসি নেট পরীক্ষায় ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপের’ আবেদনকারীদের বয়সের উর্ধ্বসীমায় আনা হয়েছে পরিবর্তন। জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা জানিয়েছে, ইউজিসি নেট ডিসেম্বর ২০২২ পরীক্ষায় আবেদন জানানোর জন্য জেআরএফ (জুনিয়র রিসার্চ ফেলোশিপ) প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছর। তবে সংরক্ষিত শ্রেণী, তৃতীয় লিঙ্গ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ শতাংশ বয়সের ছাড় দেওয়া হচ্ছে। এ বিষয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পরীক্ষার্থীরা এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইট (nta.ac.in)-এ গিয়ে দেখতে পাবেন।
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে সহকারী অধ্যাপক এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে একটি যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা এই ‘নেট’। প্রতি বছর জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি ‘নেট’ পরীক্ষার আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। সম্প্রতি ডিসেম্বর ২০২২ ‘নেট’ পরীক্ষায় জুনিয়র রিসার্চ ফেলোশিপের আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় পরিবর্তন আনা হয়েছে।
চাকরির খবরঃ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে নিয়োগ
এনটিএ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার্থীরা বয়সের উর্ধ্বসীমা পরিবর্তনের যে অনুরোধ জানিয়েছিলেন সেই অনুরোধকে মাথায় রেখে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন নেট ব্যুরো এনটিএ কে বয়সের উর্ধ্বসীমা ১ ফেব্রুয়ারি ২০২৩ এর পরিবর্তে ১ ডিসেম্বর ২০২২ করার আর্জি জানিয়েছিল। সেই অনুযায়ী এনটিএ আবেদনকারীদের বয়সের উর্ধ্বসীমায় পরিবর্তন এনেছে।
আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইউজিসি নেট ২০২২ পরীক্ষা। চলবে ১০ই মার্চ পর্যন্ত।
এনটিএ জানিয়েছে, জুনিয়র রিসার্চ ফেলোশিপের আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ বছর। তবে সংরক্ষিত শ্রেণী, তৃতীয় লিঙ্গ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ শতাংশ বয়সের ছাড় দেওয়া হয়েছে। পরীক্ষার আবেদন নেওয়া হবে আগামী ১৭ই জানুয়ারি পর্যন্ত। আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন আগামী ১৮ই জানুয়ারি।